চলে গেলেন সাহিত্যিক নবনীতা দেবসেন
-
-
|

সাহিত্যিক নবনীতা দেবসেন, ছবি: সংগৃহীত
চলে গেলেন সাহিত্যিক নবনীতা দেবসেন। বৃহস্পতিবার(৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩৫ মিনিটে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
সম্প্রতি শেষবার তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিল নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অর্থনীতিতে নোবেল জয়ী অমর্ত্য সেনের প্রথম স্ত্রী ছিলেন তিনি। তবে বিচ্ছেদের পরেও তাঁদের সুসম্পর্ক বজায় ছিল।
প্রথম স্ত্রীর প্রয়ানের খবর পেয়ে শোক প্রকাশ করেছেন অমর্ত্য সেন। তিনি জানিয়েছেন, ‘শেষবার তাঁর সঙ্গে দেখা করতে পারলে ভাল হত। ওনার অভাব মানুষ বোধ করবে।
বাংলা সাহিত্য জগতে তাঁর নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বরাবরই লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০০০ সালে পদ্মসম্মানে সম্মানিত করা হয় তাঁকে।
নবনীতা দেবসেনের প্রয়ানে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ নবনীতা দেবসেনের মৃত্যুতে শোকস্তব্ধ। অসংখ্য শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাঁর অভাব বোধ করবেন। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন নবনীতা দেবসেন। তবে তাতেও দমেনি তাঁর লেখালেখি। পরিবারের তরফে জানানো হয়েছে শুক্রবার (৮ নভেম্বর) হবে শেষকৃত্য।