বিধবার জন্য সাদা পোশাক বাধ্যতামূলক নয়
কোনো নারীর স্বামী মারা গেলে তার জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। বিশেষ করে বিধবা যদি নিঃসন্তান এবং অল্প বয়সের হয় তাহলে তা আরও ভয়াবহ রূপ নেয়। অনেকক্ষেত্রে ওই নারীর দ্বিতীয় বিয়ে হয়, অনেকের হয় না, কিংবা বিয়ে করতে চান না। ফলে একাকী কিংবা বাবা-মা অথবা ভাইয়ের গলগ্রহ হয়ে জীবন কাটাতে হয়।
যাই হোক, বিধবা বিয়ে নয়; আজকের আলোচনা বিধবার সাদা পোশাক প্রসঙ্গে। বিধবা নারীর জন্য সাদা পোশাক পরার রীতি চলে আসছে যুগ যুগ ধরে। বিধবা নারীদের সাদা কাপড় পরিধান করার প্রচলন প্রায় সব অঞ্চলেই আছে। অনেকে এটাকে সামাজিক প্রথা মনে করেন, অনেকে শরীয়তের বিধান মনে করেন। কোন যুক্তিতে এবং কেনো নারীদের সাদা পোশাক পরিধান করতে তা স্পষ্ট বলা নেই। যদিও সাদাকে ত্যাগ, নির্মলতা ও শুভ্রতার প্রতীক মনে করা হয়। সাদা পোশাকে মানুষের মন স্নিগ্ধ থাকে। মনে শ্রদ্ধা, ভাব ও ভক্তির সঞ্চার হয় বলে মনে করা হয়। ফলে তা মানুষের কামনা-বাসনা প্রতিহত করতে সাহায্য করে।
ইসলামের বিধান হলো, স্বামীর মৃত্যুর পর স্ত্রীর ইদ্দতকালীন সময় (অন্তঃসত্ত্বা হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অন্যথায় ৪ মাস ১০ দিন) সব ধরনের সাজসজ্জা থেকে বিরত থাকা। এটা ওয়াজিব। সহিহ বোখারিতে হজরত উম্মে হাবিবা (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য তার স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে তিনদিনের বেশি সময় হিদাদ (শোক করা ও সাজসজ্জা থেকে বিরত থাকা) বৈধ নয়। আর স্বামীর মৃত্যুতে ৪ মাস ১০ দিন হিদাদ পালন করবে। -সহিহ বোখারি: ৫৩৩৪
হজরত উম্মে সালামা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে স্ত্রীর স্বামী মৃত্যুবরণ করে সে যেন ইদ্দতকালীন সময়ে রঙিন এবং কারুকার্যমণ্ডিত কাপড় ও অলংকার পরিধান না করে। আর সে যেন খিজাব ও সুরমা ব্যবহার না করে। -সুনানে আবু দাউদ: ২২৯৮
আল্লামা কুরতুবি (রহ.) তার বিখ্যাত তাফসিরগ্রন্থ ‘আলজামে লিআহকামিল কোরআন’ ও ইদ্দত সংক্রান্ত আয়াতের ব্যাখ্যায় লেখেন, হিদাদ পালনের অর্থ হলো- মহিলা তার ইদ্দতকালীন সুগন্ধি, সুরমা, মেহেদি, অলঙ্কারাদিসহ পোশাক-আশাকের ক্ষেত্রে যাবতীয় সাজসজ্জা ত্যাগ করবে। -আল জামে লিআহকামিল কোরআন, কুরতুবি: ৩/১১৮
সুতরাং কোনো মহিলার স্বামী মারা যাওয়ার পর ৪ মাস ১০ দিন অথবা অন্তঃসত্ত্বা হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যে কোনো ধরনের সাজসজ্জা যা উৎসবাদিতে পরা হয় এমন চাকচিক্যপূর্ণ পোশাক পরিধান করা, সুগন্ধি ও অন্যান্য সাজসজ্জার প্রসাধনী ব্যবহার করা নিষিদ্ধ। তদ্রূপ মেহেদি লাগানো, সুরমা দেওয়া থেকেও বিরত থাকা আবশ্যক। অবশ্য ব্যবহৃত রঙিন কাপড় যদি চাকচিক্যপূর্ণ না হয় তাহলে তা পরিধান করতে কোনো অসুবিধা নেই।
মূল কথা হলো, ইদ্দত অবস্থায় সাদা কাপড় পরা আবশ্যক নয়। বরং সাদা কাপড় পরিধান করাকে জরুরি মনে করাও ঠিক নয়।
ইদ্দত অবস্থায় নারীর জন্য সাজগোজ ত্যাগ করার বিধান একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। এ ব্যাপারে হাদিসে অত্যন্ত গুরুত্ব এসেছে। এটি ইসলামি শরিয়তের গুরুত্বপূর্ণ বিধান। সুতরাং এটাকে সামাজিক প্রথা বা কুসংস্কার মনে করা অন্যায়। বরং আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সকল মুসলমানের উচিত ওই বিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়। নারীদের কর্তব্য উক্ত বিধান পালনে যত্নশীল হওয়া।