‘আহলে বায়েতের জীবন ও কর্ম অনুপ্রেরণার উৎস’
-
-
|

আহলে বায়েতের জীবন ও কর্ম অনুপ্রেরণার উৎস। বার্তা২৪.কম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাহফুজ পারভেজ বলেছেন, আহলে বায়েতের জীবন ও কর্ম মুসলমানদের জন্য অনুপ্রেরণার উৎস। অন্যায়ের প্রতিবাদ ও সত্যের প্রতিষ্ঠায় আহলে বায়েত যে সংগ্রামী ঐতিহ্য স্থাপন করেছেন তা প্রতিটি মুসলমানদের জন্য পাথেয় স্বরূপ।
রোববার (১৬ মার্চ) বিকেলে চট্টগ্রাম একাডেমি হলে মুহিব্বীনে আহলে বায়েত ফাউন্ডেশন আয়োজিত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় দৌহিত্র সাইয়েদা ইমাম হাসান মুজতাবা (আ.)-এর আবির্ভাব দিবসের আলোচনায় ড. মাহফুজ পারভেজ বলেন, নবীবংশের পবিত্র সদস্যগণ সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করে এই শিক্ষাই দিয়েছেন যে, অন্যায় ও জুলুমে বিরুদ্ধে আপোষহীন লড়াই করাই ইসলামের প্রকৃত শিক্ষা। সেই মহত্তম শিক্ষায় জীবনের সর্বক্ষেত্রে সত্যের আলোয় উদ্ভাসিত হওয়াই প্রতিটি মুসলমানদের কর্তব্য।
চট্টগ্রাম দরবার শরীফের পীরে তরিকত সৈয়দ জাফর সাদেক সাহেবের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি)-এর নির্বাহী পরিচালক ও বার্তা২৪.কম-এর অ্যাসোসিয়েট এডিটর প্রফেসর ড. মাহফুজ পারভেজ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ জাফর উল্লাহ, প্রফেসর আক্কাস আহমদ, ইসলামিক স্কলার শাহজাহান আলী প্রমুখ।