রাজশাহীতে সর্বনিম্ন ফিতরা ৮৫ টাকা, সর্বোচ্চ ২,৩১০

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীতে এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৮৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদরাসার অফিস কক্ষে আরবি ১৪৪৬ হিজরির ফিতরা নির্ধারণের লক্ষ্যে সর্বস্তরের আলেমদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠকে রাজশাহীর বিভিন্ন বাজার থেকে সংগৃহীত নিত্যপণ্যের বাজারদর পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এ বছর রাজশাহী অঞ্চলের মুসলমানদের জন্য আদায়যোগ্য ফিতরা নির্ধারণ করা হয়। বৈঠকে জনপ্রতি সর্বনিম্ন ৮৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে।

বৈঠকের সঞ্চালক ড. মাওলানা ইমতিয়াজ আহমেদ জানান, তারা রাজশাহী অঞ্চলের বিভিন্ন বাজার থেকে নিত্যপণ্যের বাজারদর সংগ্রহ করেছেন। এরপর ওলামায়ে কেরামের বৈঠকে সংগৃহীত বাজারদর পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে আটা/গমের গড় মূল্য ৫০ টাকা কেজি ধরে ফিতরা ১ দশমিক ৬৫০ কেজির মূল্য ৮৫ টাকা, যবের গড় মূল্য ৮০ টাকা কেজি ধরে ফিতরা ৩ দশমিক ৩০০ কেজির মূল্য ২৬৫ টাকা, খেজুর (মধ্যমানের) গড় মূল্য ৬০০ টাকা কেজি ধরে ফিতরা ৩ দশমিক ৩০০ কেজির মূল্য ২ হাজার টাকা, কিশমিশ (মধ্যমানের) গড় মূল্য ৬৫০ টাকা কেজি ধরে ফিতরা ৩ দশমিক ৩০০ কেজির মূল্য ২ হাজার ১৫০ টাকা এবং পনিরের গড় মূল্য ৭০০ টাকা কেজি ধরে ফিতরা ৩ দশমিক ৩০০ কেজির মূল্য ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ড. মাওলানা ইমতিয়াজ আহমেদ আরও বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ফিতরার নির্ধারিত পণ্যমূল্যের সঙ্গে ১/২ টাকা যোগ করে আদায়যোগ্য টাকার অঙ্ককে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। বৈঠকে উপস্থিত উলামায়ে কেরাম ঐকমত্য প্রকাশ করেছেন যে, ফিতরা আদায়ের ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাণকে বাধ্যতামূলক না ধরে বরং দরিদ্র জনগোষ্ঠীর প্রয়োজন বিবেচনায় যার সামর্থ্য বেশি, তিনি যেন বেশি পরিমাণ ফিতরা আদায় করেন।