মসজিদে নববির প্রধান ইমামের দায়িত্বে শায়খ হুজাইফি
-
-
|

শায়খ আবদুর রহমান আল হুজাইফির (বামে) সঙ্গে পবিত্র কাবার প্রধান ইমাম শায়খ সুদাইস, ছবি: সংগৃহীত
মসজিদে নববির প্রধান ইমাম হিসেবে শায়খ আবদুর রহমান আল হুজাইফিকে নিযুক্ত করেছে সৌদি আরব। অপরদিকে শায়খ ইবরাহিম আল আকবারকে মসজিদে নববির কোরআন তেলাওয়াত প্রোগ্রামের সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে।
পবিত্র কাবা ও মসজিদে নববির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের বরাতে দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।
শায়খ আবদুর রহমান আল হুজাইফি ভরাট কণ্ঠে কোরআন মাজিদ তেলাওয়াতের জন্য বিখ্যাত। এছাড়া মদিনায় কোরআন ছাপানোর দায়িত্বে থাকা কমিটির অন্যতম সদস্য তিনি।
শায়খ আবদুর রহমান ১৯৪৭ সালের ২২ মে জন্মগ্রহণ করেন। তিনি তার গ্রামেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। শায়খ মোহাম্মদ বিন ইবরাহিম আল-হুজাইফির তত্ত্বাবধানে তিনি কোরআন হেফজ বা মুখস্ত করেন।
এরপর ১৯৭৫ সালের দিকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
মসজিদে নববির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ও প্রবীণ ইমাম তিনি। দীর্ঘ ৪৫ বছরের বেশি সময় ধরে মসজিদে নববিতে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কিছুদিন নবী কারিম (সা.)-এর সময়ে তৈরি করা ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবায়ও ইমামতি করেছেন তিনি।
১৯৭৯ সালে মসজিদে নববির ইমাম হিসেবে যোগ দেন। পরের বছরের রমজান মাসে তাকে মক্কার হারাম শরিফে ইমামতির দায়িত্ব দেওয়া হয়। পরে পুনরায় তিনি মসজিদে নববিতে ফিরে আসেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও মসজিদে নববিতে ইমাম-খতিবের দায়িত্বের পাশাপাশি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন শায়খ হুজায়ফি।
২০১৯ সালে মসজিদে নববিতে তার দায়িত্ব পালনের ৪০ বছর পূর্ণ হওয়ার বছর নতুন দুইজন ইমাম নিয়োগ দেওয়া হয়। তাদের অন্যতম হচ্ছেন শায়খ হুজাইফির ছেলে শায়খ ড. আহমদ বিন আলি আল-হুজাইফি। অবশ্য তিনি রমজানে মসজিদে নববিতে তারাবি নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।