শয়তানের হাত থেকে বাঁচার ৫ উপায়
-
-
|

শয়তানের হাত থেকে বাঁচার ৫ উপায়, ছবি: সংগৃহীত
শয়তান মানুষের প্রধান শত্রু। সে সর্বদা ফাঁদ পেতে বসে থাকে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। শয়তান মানুষকে নানাভাবে ধোঁকা দেয়। কখনো মন্দ পথে, কখনো নেক সুরতে। শয়তানের ধোঁকা ও প্রতারণা থেকে বেঁচে থাকা মুমিনের দায়িত্ব। ইসলামি স্কলারদের মতে, শয়তানের হাত থেকে বাঁচতে করণীয় হলো-
শয়তানকে শত্রুজ্ঞান করা: আল্লাহতায়ালা শয়তানকে শত্রুজ্ঞান করতে বলেছেন। যেন সে প্রতারণা করতে না পারে। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘শয়তান তো তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ কোরো।’ -সুরা ফাতির : ৬
ঈমানের ওপর দৃঢ় থাকা: যে ব্যক্তি ঈমানের ওপর দৃঢ় থাকে এবং তার ওপর আস্থা রাখে, আল্লাহতায়ালা তাকে শয়তানের হাত থেকে রক্ষা করবেন। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই তার কোনো আধিপত্য নাই তাদের ওপর যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে।’ -সুরা ফাতির : ৯৯
আল্লাহর জিকির করা: আল্লাহর স্মরণ থেকে বিমুখ হলে ব্যক্তির ওপর শয়তানের প্রভাব বাড়ে। ইরশাদ হয়েছে, ‘শয়তান তাদের ওপর প্রভাব বিস্তার করেছে, ফলে তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ।’ -সুরা মুজাদালা : ১৯
আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা: পবিত্র কোরআনে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন, ‘বলুন, হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা থেকে।’ -সুরা মুমিনুন : ৯৭
আল্লাহর অনুগত বান্দা হওয়া: আল্লাহর অনুগত বান্দারা শয়তানের প্রভাবমুক্ত। আল্লাহতায়ালা বলেন, ‘আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা থাকবে না।’ -সুরা হিজর : ৪২