‘টিকিটের বিষয়ে নতুন সিদ্ধান্তে উমরাযাত্রীদের ভোগান্তি কমবে’
-
-
|

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ছবি: সংগৃহীত
পবিত্র উমরাযাত্রীদের উড়োজাহাজের টিকিটের সিন্ডিকেট ভাঙতে নতুন নিয়ম চালু করেছে বিমান কর্তৃপক্ষ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ২০২৫ সালের পবিত্র হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, উমরার বিমান ভাড়া বেড়ে যাওয়ার জন্য আমাদের দোষারোপ করা হয়। কিন্তু এটি মূলত বিমান কর্তৃপক্ষের বিষয়। তবে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা সিন্ডিকেট ভাঙতে উদ্যোগ নিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে কোনো হজ এজেন্সি কিংবা ব্যক্তি অগ্রিমভাবে টিকিট সংরক্ষণ করতে পারবে না। গ্রুপের নামে আর বুকিং দেওয়া হবে না। টিকিট কাটার জন্য সংশ্লিষ্ট যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর দিয়ে টিকিট বুক করতে হবে। ৭ দিনের মধ্যে টিকিট ইস্যু করতে হবে। তা না হলে পরের তিন দিনের মধ্যে এয়ারলাইন্স তা বাতিল করবে। আর নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নিশ্চিত না হলে টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
ধর্ম উপদেষ্টা আরও জানান, এই সিন্ডিকেট খুঁজে বের করতে সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ১৫ কর্মদিবসের মধ্যে এই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।
ড. খালিদ আরও বলেন, নতুন ব্যবস্থার ফলে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করে সিন্ডিকেট ব্যবসা করার সুযোগ থাকবে না- ইনশাআল্লাহ। ফলে উমরাযাত্রীদের জন্য এটি বড় একটি স্বস্তি বয়ে আনবে।
সরকারের এ উদ্যোগের ফলে উমরাযাত্রীদের ভোগান্তি কমবে এবং বিমান ভাড়ার স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, যুগ্মসচিব ড. মোঃ মঞ্জুরুল হক, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।