সৌদি গ্র্যান্ড মুফতির সঙ্গে পাকিস্তানের সিনেট চেয়ারম্যান গিলানির সাক্ষাৎ
-
-
|

সৌদি গ্র্যান্ড মুফতির সঙ্গে পাকিস্তানের সিনেট চেয়ারম্যান গিলানির সাক্ষাৎ, ছবি: সংগৃহীত
সৌদি আরবের শীর্ষ ধর্মীয় নেতা ও গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আলে শায়খের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সংসদের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ রাজা গিলানি।
বুধবার (২৭ নভেম্বর) রিয়াদে গ্র্যান্ড মুফতির কার্যালয়ে এই দুই নেতার সাক্ষাৎ হয়।
দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে সৌদি আরব ও পাকিস্তানের ভ্রাতৃত্বপূর্ণ ইসলামিক সম্পর্কের কথা উঠে আছে। এ সময় মুসলিম সঙ্কটের কথা উল্লেখ করে ইউসুফ রাজা গিলানি সৌদি আরবের ধর্মীয় নেতার নানা উদ্বেগের বিষয় উত্থাপন করেন।
ইউসুফ রাজা গিলানি মুসলিম বিশ্বে সৌদি গ্র্যান্ড মুফতির সেবা, দুঃসময়ে ইসলামি মূল্যবোধের গুরুত্ব তুলে ধরার জন্য তার প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক অভিন্ন ধর্মীয় মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সিনেট চেয়ারম্যান বলেন, পাকিস্তান শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে সহযোগিতা করতে চায়। শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে সহায়তা ইসলামের বাণী প্রচারে সহায়ক হবে।
তিনি বলেন, পাকিস্তান আন্তঃধর্মীয় সংলাপ ও বোঝাপড়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। সহিষ্ণুতা ও সহনশীলতা প্রচারে সৌদি আরবের গ্র্যান্ড মুফতিদের প্রচেষ্টা প্রশংসনীয়।
বৈঠকে গ্র্যান্ড মুফতি বলেন, মধ্যপ্রাচ্যসহ মুসলিম দেশসশূহে মধ্যপন্থা অনুসরণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, সবাইকে একযোগে চরমপন্থার বিরুদ্ধে লড়াই করতে হবে।
এ সময় সিনিয়র স্কলার কাউন্সিলের সেক্রেটারি জেনারেল শায়খ ফাহদ আল মাজেদ এবং শুরা কাউন্সিলের সদস্য আবদুর রহমান আল হারবিসহ দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকাতারা উপস্থিত ছিলেন।
এর পর ইউসুফ রাজা গিলানি মদিনা মোনাওয়ারা যান। ইউসুফ গিলানি মসজিদে নববিতে নামাজ আদায় এবং হজরত রাসুলুল্লাহ (রা.)-এর রওজা জিয়ারত ও সালাম পেশ করবেন। পরে উমরা পালনের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কা যাবেন।
সৌদি আরবের শুরা কাউন্সিল চেয়ারম্যানের আমন্ত্রণে সিনেট চেয়ারম্যান পাঁচ দিনের সরকারি সফরে বর্তমানে সৌদি আরব রয়েছেন।