ট্রাম্পের নির্দেশে চাকরিচ্যুতদের ফের চাকরিতে বহালের নির্দেশ দিল আদালতের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চাকরিচ্যুত হওয়া ২৫ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ফের চাকরিতে বহাল করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী বাল্টিমোরের ফেডারেল আদালত এই রায় দিয়েছেন।

বিজ্ঞাপন

রায়ের বিবরণ থেকে জানা যায়, বরখাস্ত হওয়া এই কর্মীদের একটি বড় অংশ তিনটি মন্ত্রণালয়ের ট্রেজারি (৭ হাজার ৬০০ জন), কৃষি (৫ হাজার ৭০০) এবং স্বাস্থ্য ও মানবিক পরিষেবা (৩ হাজার ২০০)।

জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর সরকারি ব্যয় হ্রাস ও কর্মী ছাঁটাই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। এ লক্ষ্যে বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা, স্পেসএক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ককে প্রধান করে একটি ‘সরকারের ব্যয় হ্রাস ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি’ নামে একটি দফতরও খোলেন তিনি। এই দফতরের সিদ্ধান্তে এখন পর্যন্ত ১৮টি সরকারি সংস্থার প্রায় ২৫ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বিজ্ঞাপন

বরখাস্ত কর্মীদের ফের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত রায়টি ঘোষণা করেছেন বাল্টিমোর আদালতের বিচারক জেমস ব্রেডার। রায় ঘোষণার সময় বিচারক বলেন, আদালত কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না। কর্মী ছাঁটাই চলতে পারে, তবে তা হতে হবে আইন ও সংবিধান অনুসারে। আদালতের পর্যবেক্ষণ বলছে, বরখাস্ত হওয়া এই ২৫ হাজার কর্মীর বেলায় যুক্তরাষ্ট্রের সংবিধান ও প্রচলিত আইন যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

কর্মীদের পুনর্বহাল সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন নিয়মিত আদালতে জমা দিতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে নির্দেশও দিয়েছেন আদালত।