চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের নির্দেশ মার্কিন আদালতের
-
-
|

ছবি: সংগৃহীত
গণহারে চাকরিচ্যুত হওয়া ১৯টি সরকারি সংস্থার হাজারো শিক্ষানবিশ কর্মীকে পুনর্বহালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মার্কিন দুই ফেডারেল আদালত।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের ফেডারেল বিচারকরা এই আদেশ দেন। মার্কিন আদালতে এই আদেশ ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ট্রাম্প সরকারি ব্যয় কমাতে ও ফেডারেল কর্মীবহর ছোট করে আনতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) দায়িত্বভার দেন ধনকুবের ইলন মাস্ককে।
দেড় মাসেই এই ডিওজিই সরকারি সংস্থাগুলোতে আতঙ্কের সমার্থক হয়ে উঠেছে। তাদের একের পর এক পদক্ষেপে চাকরি গেছে হাজারো কর্মীর। ডিওজিই-র কোপ মূলত বেশি পড়েছে শিক্ষানবিশ কর্মীদের ওপর, যাদের চাকরির সুরক্ষা এমনিতেই কম।
দ্বিতীয় দফা ছাঁটাই ও বাজেট কমানোর পরিকল্পনা জমা দিতে ট্রাম্প প্রশাসন মার্কিন সরকারি সংস্থাগুলোকে বৃহস্পতিবার পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছিল। সেদিনই দুই ফেডারেল বিচারক চাকরিচ্যুত হাজারো কর্মীকে পুনর্বহালে আদেশ দিলেন।
এর মধ্যে মেরিল্যান্ডের বাল্টিমোরের ডিস্ট্রিক্ট বিচারক জেমস ব্রেডার সাম্প্রতিক সপ্তাহগুলোতে ১৮টি সংস্থার চাকরিচ্যুত শিক্ষানবিশ কর্মীদের পুনর্বহালে নির্দেশ দেন। তার আদালতে মামলা করেছিল ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ২০টি রাজ্য, যাদের যুক্তি ছিল-ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের ক্ষেত্রে বিধিনিষেধ লঙ্ঘিত হয়েছে।
এদিকে, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজ্যগুলোর দাবি ট্রাম্প ক্ষমতায় আসার পর এ পর্যন্ত অন্তত ২৪ হাজার কর্মী চাকরিচ্যুত হয়েছে।
ব্রেডারের বৃহস্পতিবারের আদেশে পরিবেশ সুরক্ষা সংস্থা, ভোক্তা আর্থিক সুরক্ষা ব্যুরো ও বিদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা পৌঁছে দেয়ার দায়িত্বে থাকা সংস্থা ইউএসএআইডির পাশাপাশি মার্কিন কৃষি, বাণিজ্য, শিক্ষা, জ্বালানি, স্বাস্থ্য, মানবসেবা, হোমল্যান্ড সিকিউরিটি, গৃহায়ন ও নগর উন্নয়ন, স্বরাষ্ট্র, শ্রম, পরিবহন, অর্থ ও ভেটেরান বিষয়ক মন্ত্রণালয়ের শিক্ষানবিশরাও চাকরি ফিরে পাওয়ার সুযোগ পেল।