ভারতে গ্রেফতার ২৪ বাংলাদেশি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবৈধভাবে বসবাসের অভিযোগে অভিযান চালিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে অন্তত ২৪ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ

বুধবার (১২ মার্চ) ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ-পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লিতে পৃথক অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। 

বিজ্ঞাপন

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ ও বসবাস করেছেন। অভিযান চলাকালীন কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। দিল্লি দক্ষিণ জেলায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৩ এবং দক্ষিণ পূর্ব জেলায় ১১ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বর্তমানে ওই অঞ্চলে ১০ জনেরও বেশি বাংলাদেশির নথিপত্র যাচাই-বাছাই করছে।

এর আগে মঙ্গলবার অবৈধভাবে বসবাসের অভিযোগে দিল্লির বিভিন্ন এলাকা থেকে ৫ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। 

বিজ্ঞাপন

দিল্লি পুলিশের উপ-পরিদর্শক রবী মালিক বলেন, অভিযান চলাকালীন তারা অভিবাসীদের কাছে পরিচয়পত্র চান এবং তাদের সব ধরনের নথিপত্র যাচাই করে দেখেছেন। এ সময় কারও পরিচয়পত্র সন্দেহজনক মনে হলে তা যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলায় পাঠিয়ে দেওয়া হয়।