যুদ্ধবিরতিতে রাজি পুতিন
-
-
|

ছবি: সংগৃহীত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আমি এই প্রস্তাবকে সমর্থন করি। একই সাথে তিনি বলেন, যে কোনো যুদ্ধবিরতির বিষয়টি অবশ্যই দ্বন্দ্বের মূল কারণ সংশ্লিষ্ট হতে হবে এবং এটির বিস্তারিত আরও জানতে হবে।
উল্লেখ্য, সৌদির রাজধানী রিয়াদে ইউক্রেনের সঙ্গে আলোচনা শেষে ৩০ দিনের এই যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। প্রথমে দ্বিমত করলেও বুধবার যুদ্ধবিরতির এই প্রস্তাবে সম্মতি দেয় ইউক্রেন। এরপর পুরো বিশ্ব তাকিয়ে ছিল রাশিয়ার ওপর।
এ প্রসঙ্গে সাংবাদিকদের পুতিন বলেন, আমরা যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি। কিন্তু আমরা এমনভাবে আগাব যেন এই বিরতি একটি দীর্ঘকালীন শান্তিতে পরিণত হয় এবং এটি এই দ্বন্দ্বের আসল কারণকে নিঃশেষ করবে।
এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গেও এ ব্যাপারে বিস্তারিত কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন পুতিন।
এরআগে অবশ্য এই অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছিল রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতনের শীর্ষ পররাষ্ট্র নীতি কর্মকর্তা ইউরি উসাকোভ জানিয়েছিলেন ৩০ দিনের যে অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, সেটি ইউক্রেনের সেনাদের যুদ্ধক্ষেত্রে স্বস্তি দেবে। এতে ইউক্রেনীয় সেনারা লাভবান হবে। আর তাই এই অস্থায়ী যুদ্ধবিরতিতে তারা আগ্রহী নয়।