আবারও বৈঠকে বসছে রাশিয়া-যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক ,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলতি সপ্তাহে নতুন করে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ল্যাভরভ বলেন, কূটনৈতিক মিশনগুলোতে কার্যক্রম পরিচালনায় যেসব সমস্যা তৈরি হয়েছে সে বিষয়ে সমাধানের জন্য এ সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে রাশিয়া। এসময় তিনি গত সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বৈঠকের ফলাফল তুলে ধরেন।

তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারি রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা আমরা আমাদের তুর্কি বন্ধুদেরকে কাছে বিস্তারিতভাবে শেয়ার করেছি।

বিজ্ঞাপন

ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি বলেন, মস্কো ইউক্রেন, ইউরোপ এবং অন্য যে কোনো দলের সঙ্গে এ বিষয়ে কথা বলতে প্রস্তুত। তবে এ যুদ্ধ তখনই বন্ধ হবে যখন মস্কোর জন্য গ্রহণযোগ্য একটি সমাধান মিলবে।

তিনি বলেন, রাশিয়া কয়েকবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে, কিন্তু ইউক্রেন সে আহ্বান তাদের অবস্থান শক্তিশালী করতে ব্যবহার করেছে। ইউক্রেনের ভবিষ্যৎ শান্তির জন্য অবশ্যই তাকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকতে হবে।