পাকিস্তানে বাস থেকে নামিয়ে ৭ যাত্রীকে হত্যা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে লাহোরগামী একটি বাস থেকে সাতজন যাত্রীকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। এ ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বাস থামিয়ে জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে তাদের গুলি করা হয়। বেলুচিস্তানের বরখান জেলায় প্রায় ৪০ জন বন্দুকধারী একাধিক বাস ও যানবাহন আটকে পরিচয়পত্র পরীক্ষা করে। এসময় তারা পাঞ্জাবের সাতজন যাত্রীকে নামিয়ে গুলি করে হত্যা করে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই সংবাদ প্রকাশ করেছে।

বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ, যা ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী। স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র আন্দোলন চালিয়ে যাচ্ছে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। তারা সরকারের বিরুদ্ধে খনিজ সম্পদ শোষণের অভিযোগ তোলে এবং নিরাপত্তা বাহিনী, চীনা অবকাঠামো প্রকল্প ও পাঞ্জাবি শ্রমিকদের ওপর হামলা চালিয়ে আসছে।

বিজ্ঞাপন

নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেললেও হামলাকারীরা পালিয়ে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, দোষীদের বিচারের আওতায় আনা হবে। এর আগে, গত আগস্টে একই কায়দায় ২৩ জন বাসযাত্রীকে হত্যা করা হয়েছিল।