যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ, নিহত ২

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের মারানা আঞ্চলিক বিমানবন্দরে দুই বিমানের মধ্যে সংঘর্ষে অন্তত দু'জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে রানওয়ে ১২-এর উপরে উঠার সময় দুই বিমানের সংঘর্ষ হয়। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, দুটি বিমানই বিমান ফিক্সড-উইং এবং একক-ইঞ্জিনের বিমান। বিমানটিতে দুজন করে যাত্রী ছিল।

এনটিএসবি বলছে, একটি বিমান উড্ডয়ন অবস্থায় ছিল আর অপরটি রানওয়ে ৩ এ ভূপৃষ্ঠের কাছাকাছি ছিল। এর প্রভাবে পরবর্তীতে আগুন লেগেছে।

বিজ্ঞাপন

মারানা পুলিশ বিভাগ বর্তমানে বিমানবন্দরের ঘটনাস্থলে রয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের সম্পর্কে কোনো বিশদ তথ্য জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা ঘটেছে। গত সোমবারও টরন্টোতে একটি বিমান দুর্ঘটনা ঘটে। ডেল্টা এয়ার লাইনসের একটি বিমান রানওয়েতে আগুন ধরে যাওয়ার পর উল্টে গিয়ে নাটকীয়ভাবে থেমে যায়। তবে বিমানে থাকা ৮০ জন যাত্রীর সকলেই বেঁচে যান।