মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত হাজার হাজার পৃষ্ঠার সরকারি নথি প্রকাশ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সদ্য প্রকাশিত এসব গোপন নথি ইতিহাসবিদদের পাশাপাশি ইন্টারনেটে বহু মানুষকে নতুন করে কৌতুহলী করে তুলেছে।
বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এর আগে মঙ্গলবার মার্কিন ন্যাশনাল আর্কাইভ এসব নথি প্রকাশ করে।
জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর কেনেডি হত্যাকাণ্ডের সকল নথি প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।পাশাপাশি তিনি নাগরিক অধিকারের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র এবং সিনেটর রবার্ট কেনেডির হত্যাকাণ্ডের নথি প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন।
মূলত ট্রাম্পের সেই আদেশের পরই কেনেডি হত্যাকাণ্ড সংক্রান্ত নথি প্রকাশ করার পদক্ষেপ নেওয়া হয়। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় আর্কাইভ জানিয়েছে, শ্রেণীবদ্ধকরণের জন্য পূর্বে আটকে রাখা সমস্ত রেকর্ড প্রকাশ করা হয়েছে এবং অনলাইনে বা ব্যক্তিগতভাবে এটা পাওয়া যাবে। আর্কাইভ দুটি প্রাথমিক ধাপে তাদের ওয়েবসাইটে প্রায় ৬৩ হাজার পৃষ্ঠার নথি আপলোড করেছে। এছাড়া পরবর্তীতে আরও ফাইল ডিজিটালাইজড হওয়ার সাথে সাথে সেগুলোও অনলাইনে পোস্ট করা হবে।
তুলসি গ্যাবার্ডের নেতৃত্বাধীন জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় জানিয়েছে, প্রকাশনাটিতে পূর্বে গোপন রেকর্ডের প্রায় ৮০ হাজার পৃষ্ঠা রয়েছে।
৪৬ বছর বয়সী প্রেসিডেন্ট কেনেডিকে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করেছিল ওয়ারেন কমিশন। এই কমিশন তখন জানিয়েছিল, প্রেসিডেন্ট কেনেডির ওপর সাবেক মেরিন শার্পশুটার লি হার্ভে অসওয়াল্ড গুলি চালিয়েছিল এবং তিনি একাই এই কাজে জড়িত ছিলেন।
কিন্তু এই আনুষ্ঠানিক সিদ্ধান্তটি টেক্সাসের ডালাসে কেনেডি হত্যার পেছনে আরও ভয়াবহ কোনও ষড়যন্ত্র থাকার জল্পনাকে থামাতে খুব একটা সাহায্য করেনি এবং সরকারি নথিগুলোর ধীরগতিতে প্রকাশ বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বকে আরও বাড়িয়ে তুলেছিল।
প্রঙ্গত, ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে গুলি করে হত্যা করা হয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে। তবে এখনো এই হত্যার বিষয়টি ধোঁয়াশার মধ্যে রয়েছে।