পারমাণবিক শক্তিকে ‘বিশেষ সতর্ক’ থাকার নির্দেশ পুতিনের

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে ‘বিশেষ সতর্ক’ থাকার নির্দেশ পুতিনের

পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে ‘বিশেষ সতর্ক’ থাকার নির্দেশ পুতিনের

রাশিয়ার কৌশলগত পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে 'বিশেষ সতর্কতায়' রেখেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রতি পশ্চিমাদেশগুলোর আচরণের কারণেই পারমাণবিক বাহিনীকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে কথা বলার সময় পুতিন এ নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রতি ‘বন্ধুত্বহীন পদক্ষেপ’ নিয়েছে এবং ‘অবৈধ নিষেধাজ্ঞা’ আরোপ করেছে। আমরা শিগগিরই পশ্চিমাদেশগুলোর এমন পদক্ষেপের মূল্যায়ন করে জবাব নিয়ে আসব।

রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে হস্তক্ষেপ না করতে ন্যাটোভুক্ত দেশসহ পশ্চিমাদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন পুতিন। কিন্তু ইউক্রেনের সামরিক অভিযান চালানোর নির্দেশনার পর থেকেই বিভিন্ন দেশ অর্থনৈতিকসহ নানা নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। জার্মানি ও ফ্রান্স ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ারও নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞাপন