১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৪তম সন্তানের বাবা হলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নবজাতকের নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস।

শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে পিঙ্কভিলা এ তথ্য জানায়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জন্ম হয়েছে সেলডনের।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, মাস্কের চতুর্থ বান্ধবী শিভন জিলসের ঘরে জন্ম নিয়েছে তাদের ছেলে শিশু। শিশুটির নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন শিভন জিলস নিজেই। তিনি জানিয়েছেন, মাস্ক ও জিলস দম্পতির ইতোমধ্যে তিনটি সন্তান রয়েছে। ২০২১ সালে যমজ সন্তান স্ট্রাইডার এবং আজুরের জন্ম দেওয়ার পর, এই নতুন সন্তানের আগমন তাদের পরিবারে এক নতুন আনন্দের সূচনা করেছে।

বিজ্ঞাপন

শিভন জিলস, যিনি আগে মাস্কের সংস্থা নিউরোলিঙ্কে কাজ করতেন, ২০২১ সালের নভেম্বরে প্রথমবারের মতো মাস্কের সন্তানের মা হন। এবার ২০২৪ সালে তাদের তৃতীয় সন্তানের জন্ম হলো, যা মাস্কের পরিবারে নতুন সংযোজন।