পরিবার নিয়ে ওয়েব সিরিজে যুবরাজ সিং

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হ্যাজেল কিচ ও যুবরাজ সিং

হ্যাজেল কিচ ও যুবরাজ সিং

বলিউড অভিনেত্রী ও স্ত্রী হ্যাজেল কিচের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন যুবরাজ সিং। যেখানে তাদের পাশাপাশি দেখা যাবে ভারতের সাবেক এই ক্রিকেটারের ভাই জোরাভার সিংকে। রয়েছেন তাদের মা শবনম সিংও।

বিষয়টি নিশ্চিত করে শবনম সিং বলেন, ‘আমার দুই ছেলের প্রকৃত রূপ দেখতে পাবেন দর্শকরা। ওয়েব সিরিজটির প্রধান চরিত্রে রয়েছে জোরাভার। এছাড়া আমি আমার আরেক সন্তান যুবরাজ ও পুত্রবধূ হ্যাজেলকে নিয়ে গর্বিত।’

বিজ্ঞাপন

অসমের ড্রিম হাউজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজটি। প্রোডাকশন হাউজের সদস্য নীতা শর্মা জানান, যুবরাজ এবং তার ভাইয়ের সঙ্গে ওয়েব সিরিজ করতে পেরে আমরা গর্বিত।

হ্যাজেল কিচ ও যুবরাজ সিং

এর আগে জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘দ্য অফিস’-এর হিন্দি সংস্করণে অভিনয় করেছেন যুবরাজ। প্রাক্তন ক্রিকেটারের সেটাই ছিল প্রথম ওয়েব সিরিজ। এবার রিয়্যালিটি ওয়েব সিরিজে কাজ করে পাকাপাকিভাবে অভিনয় জগতে থাকতে চাইছেন ২০১১ বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার।

বিজ্ঞাপন