ক্যারিয়ারের অন্যতম সেরা চরিত্রে অভিনয় করলাম: অপি করিম
বিনোদন ডেস্ক
|
অপি করিম
বিনোদন
‘প্রায় দুই বছর পর অভিনয়ে ফিরলাম। তবে এমন একটি কাজের মধ্য দিয়ে যা আমাকে আবারো কাজে ফেরার অনুপ্রেরণা জাগিয়েছে। বেশ ভালো একটি গল্প। বলতে গেলে ক্যারিয়ারের অন্যতম সেরা চরিত্রে অভিনয় করলাম।’সোমবার (০৮ এপ্রিল) ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো’র সংবাদ সম্মেলনের এমনটাই জানালেন অভিনেত্রী অপি করিম।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে অপি করিম ছাড়াও উপস্থিত ছিলেন- নির্মাতা অমিতাভ রেজা, অভিনেতা নেভিল ও শরিফুল ইসলাম। এছাড়াও ‘হইচই’ স্ট্রিমিং অ্যাপের কলাকুশলীরা।
বিজ্ঞাপন
নতুন ওয়েব সিরিজ প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, “ওয়েব সিরিজের জনপ্রিয়তা আমাদের দেশে শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে এটি আমাদের দেশে নতুন এক মাত্রা যোগ করবে। আশা করছি ‘ঢাকা মেট্রো’ দর্শকদের ভালো লাগবে।”
‘ঢাকা মেট্রো’তে এক পলাতক খুনি ও মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপি করিমকে। আগামী ১১ এপ্রিল থেকে ‘হইচই’-এ প্রচার শুরু হবে ওয়েব সিরিজটির।
এ সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর জন্মদিনে কেক কাটার এক ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়! ছবিটিতে মাত্র তিনজন মানুষ, মাঝখানে রাফী, একপাশে তার মা, অন্যপাশে মাথায় কাপড় দেওয়া নায়িকা তমা মির্জা। তারপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে বিয়ে করে সংসার করছেন চিত্রনায়িকা তমা মির্জা ও পরিচালক রায়হান রাফী। এ নিয়ে গত মঙ্গলবার ফেসবুক পোস্টও দিয়েছেন তমা। এ প্রসঙ্গে কথাও বলেছেন গণমাধ্যমের সঙ্গে।
তমার ভাষ্য, ‘বিয়ের বিষয়টি পুরোপুরি গুঞ্জন। মিডিয়া থেকে এসব ছড়ানো হচ্ছে। ছোট ছোট ইউটিউব চ্যানেলের কেউ আছেন, যারা রসালো হেডলাইন দিয়ে প্রথমে সংবাদ প্রকাশ করছে। এরপর সেসব ছড়িয়ে পড়ছে।’
তমা মির্জা । ছবি: ফেসবুক
আপনাদের ঘনিষ্ঠ কেউ কি পেছন থেকে কলকাঠি নাড়ছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিয়ের খবরের তো বিন্দু পরিমাণ সত্যতা নেই। যেহেতু আমরা দুজনে পরিচিত, প্রথমে বন্ধুত্ব, এরপর ভালোবাসা, তারপর বিয়ের সিদ্ধান্ত- এভাবেই তো হয়। কিন্তু বন্ধুত্বের বাইরে রাফীর সঙ্গে আমার বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। তাই আমার ঘনিষ্ঠজনেরাও বিয়ের মতো খবর ছড়াতে পারে না। বিয়ে অনেক বড় একটা বিষয়- দুইটা পরিবার জড়িত থাকে। আছে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী, মিডিয়ার মানুষও। আমি পাবলিক ফিগার, একজন সাধারণ মানুষ না যে কাজি ডেকে বিয়ে করলাম, কেউ জানলও না। আমার বিশাল সার্কেলও আছে। বিয়ের মতো এত বড় কাজ লুকিয়ে ও গোপনে করতে পারব না। তা ছাড়া রাফীও তো একজন জনপ্রিয় এবং পরীক্ষিত পরিচালক, চাইলে সেও লুকিয়ে বিয়ে করতে পারবে না। এত বাজে রিউমার কেউ ছড়াতে পারে! প্রেমের গুঞ্জন হয়, এটা হয়, সেটা হয়-আমি কোনো মন্তব্য দিই না। কারণ, আমি মনে করি, ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করি, নানা ধরনের আলোচনা-সমালোচনা উঠবে। কিন্তু তাই বলে বিয়ের গুঞ্জন! আমি মনে করি, আমাকে কাজের মাধ্যমে আলোচনায় থাকতে হবে। অন্যান্য ব্যক্তিগত বিষয়ে তাই শিগগিরই মন্তব্য করতেও চাই না।’
রায়হান রাফী ও তমা মির্জা । ছবি: ফেসবুক
পরিচালক রাফীর নিজের সম্পর্কও খোলাশা করলেন অভিনেত্রী তমা মির্জা, ‘রাফী হলো আমার পরিবারের একটা অংশ। এই পরিবারের অংশ দিলরুবা আপু (একজন চিকিৎসক), (মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া) মিথিলাও। তাদের জন্মদিনও উদ্যাপন করি। অন্য দুজন মেয়ে, রাফী ছেলে বলে এখানে সম্পর্কটা ভিন্নভাবে বিশ্লেষণ হবে, তার কোনো অবকাশ নেই। গত এক-দেড় বছর কাজের বাইরে আমি কোনো কিছু নিয়ে চিন্তা করছি না। আগামী দুই বছরও প্রেম, বিয়ে নিয়ে আমার চিন্তা নেই। আপাতত প্রেম-ভালোবাসার মধ্যেও থাকতে চাই না। শুধু কাজে ফোকাস করতে চাই।’
তমা মির্জা । ছবি: ফেসবুক
মাঝে গুঞ্জন উঠেছিলো রাফী আর তমার মধ্যে দুরত্ব তৈরী হয়েছে। তমাও তা স্বীকার করেন। তিনি বলেন, ‘আঙ্কেল (রাফীর বাবা) মারা যাওয়ার পর আমাদের দুই পরিবারের সম্পর্ক আবারও ঠিক হয়েছে। আঙ্কেল আমাকে প্রচণ্ড আদর করতেন। কথা হচ্ছে, আমার বন্ধুর এত বড় একটা সংকট সময়, আর আমি পাশে থাকব না- সেটা রাফীই হোক বা আমার যে বন্ধুই হোক, চিন্তাই করতে পারি না। আঙ্কেল যেহেতু মারা গেছেন বেশি দিন হয়নি, সে কারণে জন্মদিন উদ্যাপনের পরিকল্পনা কারোরই ছিল না। আমরাও করতে চাইনি। তারপরও তো পরিবারের এক-দুজন-আমরা যারা কাছের মানুষ আছি, তারা তো আর একদমই ভুলে যেতে পারি না। পরদিন তাই সবাই মিলে একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করেছে, যাতে রাফীর মনটা ভালো থাকে। সবাই মিলে আড্ডা দেওয়া। ওখানে সবাই পুরোনো বন্ধু, আমার মতোই।’
তমা মির্জা । ছবি: ফেসবুক
ভবিষ্যতে আপনাদের সম্পর্কটা কোথায় গড়াবে, প্রেম কিংবা বিয়ের মতো কিছু ঘটবে কি? এমন প্রশ্নের জবাবে তমা বলেন, ‘ভবিষ্যৎ কী আমি জানি না। কারণ, আমার ভাগ্যে কী আছে, আমি জানি না। আমি আজকে একটা কথা বলব, কালকে সেই জিনিসটা হবে না, এটা নিয়ে মানুষ হাসাহাসি করবে বা প্রশ্ন তুলবে, এমন প্রশ্নের সম্মুখীন আমি হতেই চাই না। আমি আমার বর্তমান প্রসঙ্গে জানি, এই বর্তমানে আমি কোনো সম্পর্কে জড়িত নই। গত এক-দেড় বছরে আমি কোনো সম্পর্কে নেই, নিশ্চিত। সামনে কী হবে, সেটা সামনে বলতে পারব। অগ্রিম কিছু বলতে পারব না।’
‘আমলনামা’ নামের ওয়েব সিরিজ-এর পোস্টার
এদিকে, শিগগিরই তমা মির্জার তিনটি নতুন কাজ মুক্তি পেতে যাচ্ছে। রায়হান রাফীর পরিচালনায় ‘আমলনামা’ নামের ওয়েব সিরিজটি আসবে চরকিতে। ঈদে সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘দাগি’। এছাড়া কলকাতার অঞ্জন দত্ত পরিচালিত সিরিজ ‘দুই বন্ধু’ও রয়েছে মুক্তির অপেক্ষায়।
ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। একের পর এক হিট সিনেমা দিয়ে এখন পছন্দের শীর্ষে তিনি। সদ্যই ঘোষণা দিয়েছেন অন্তঃস্বত্ত্বা হওয়ার। মা হতে যাচ্ছেন অভিনেত্রী।
তবে সেই সংঙ্গে দুঃসংবাদও এলো কিয়ারা ভক্তদের জন্য। বলিউডর অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডন ৩’ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কিয়ারা।
কিয়ারা আদভানি । ছবি: ইন্সটাগ্রাম
অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের ক্লাসিক হিট ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় এবার কিং খানের জায়গা নিয়েছেন রণবীর সিং। সিনেমাটির ঘোষণার পর থেকেই দশর্কদের উন্মাদনা চোখে পড়ার মতো। এতে রণবীরের বিপরীতে কিয়ারা আদভানিকে দেখা যাওয়ার কথা ছিলো।
বলিউডের তাবড় নায়িকাদের টেক্কা দিয়ে ‘ডন ৩’ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে নায়িকার চরিত্র ছিনিয়ে নিয়েছিলেন কিয়ারা আদভানি। অভিনেত্রীর অনুরাগীরাও মুখিয়ে ছিলেন তাকে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে দেখার জন্য।
কিয়ারা আদভানি । ছবি: ইন্সটাগ্রাম
তবে সিনেমাটির ঘনিষ্ঠ সূত্র অনুসারে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, কিয়ারা বর্তমানে ‘টক্সিক’ এবং ‘ওয়ার ২’ সিনেমার শুটিং গোছাতে ব্যস্ত। এরপরই মাতৃত্বকালীন বিরতি নিতে চাইছেন অভিনেত্রী।
অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি ফারহানের ‘ডন ৩’-এর প্রস্তাব নাকচ করে দিয়েছেন কিয়ারা। কারণ এই গোটা প্রেগন্যান্সি পর্বটা তিনি পরিবারের সঙ্গেই কাটাতে চান। আর অভিনেত্রীর সিদ্ধান্তকে সসম্মানে মেনে নিয়েছেন নির্মাতারা।
কিয়ারা আদভানি । ছবি: ইন্সটাগ্রাম
অতঃপর ইতিমধ্যেই ‘ডন ৩’র জন্য নতুন নায়িকা খোঁজা শুরু হয়েছে। তবে এখনো কারো নাম নির্দিষ্ট করে জানা যায়নি।
অন্যদিকে, ২০২৬ সালে ‘ধুম ৪’-এর শুটিং শুরু করবেন কিয়ারা। এর মাঝেই তার সন্তান আসতে চলেছে। সন্তান জন্মদানের পরই চুক্তিবদ্ধ হওয়া বিগ বাজেটের কিছু সিনেমার কাজ শুরু করবেন কিয়ারা।
কিয়ারা আদভানি । ছবি: ইন্সটাগ্রাম
বুধবার দিবাগত রাত ১০ টায় চিত্রনায়িকা পরীমণির ফেসবুকে ভেসে আসে একটি ছবি। কোন এক সুপুরষের বুকে পরম নির্ভরতায় মাথা গুজে আছেন এই লাস্যময়ী নায়িকা। চোখে মুখে তার তৃপ্তির ছায়া। ক্যাপশনে আবার লাভ ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে... আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন...’
এই পোস্ট দেখে নেটিজেনদের মধ্যে ফের একবার নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে মাতামাতি, সংবাদের শিরোনামে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। কোনো এক পুরুষের বাহুডোরে মাথা রেখে নতুন করে চর্চায় উঠে এসেছেন এ নায়িকা। কে সেই ব্যক্তি? তা নিয়েই এখন ব্যাপক আলোচনা।
পরীমণি
যেখানে ভালোবাসার মানুষের বাহুডোরে দেখা মেলে এই অভিনেত্রীর। সেই ছবি পোস্ট করে জীবনে নতুন করে বসন্তের আগমনী বার্তা দেন পরীমনি। যা মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। যদিও সেই ছবিতে ভালোবাসার মানুষের মুখ প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।
কেবল হাতটাই দেখা গেছে। তবুও ভক্তদের চোখ থেকে যেন আড়াল করতে পারেননি। অনেকেই পরীর পাশে থাকা মানুষকে সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করছেন। এর কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমনির পাশে থাকা পুরুষের হাতঘড়ির মিল খুঁজে পাচ্ছেন।
শেখ সাদী ও পরীমণি
এছাড়াও সম্প্রতি সময়ে শেখ সাদীর সঙ্গেই পরীমনির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজাঙ্গনে। যে কারণে ভক্তরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন।
তাইতো ফেসবুকে বিভিন্ন গ্রুপ, পেইজে নেটিজেনরা শেখ সাদী ও পরীমনির ‘ভাইরাল’ সেই ছবি নিয়ে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন। কেউ কেউ লিখেছেন, শেখ সাদীকে আর আড়ালে রাখতে পারলেন না পরীমনি। কেউ আবার, পরীমনি-সাদীর প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন।
বিষয়গুলো পরী নিজেও হয়তো খেয়াল করেছেন। যে কারণে বৃহস্পতিবার সকালের আলো ফোটার আগেই সেই ছবি ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন। উল্টো নিজের সুন্দর একটি শাড়ি পরা ছবি সেখানে যুক্ত করেছেন।
পরীমণি
সম্প্রতি সময়ে তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমনির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। প্রতিনিয়ত একে অন্যেকে ইঙ্গিত করে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিচ্ছেন। একজন অপরজনের পোস্ট শেয়ার করছেন। সেখানেও নানা খুনসুটিতে মেতে উঠছেন। সাদীকে নিয়ে এক সাক্ষাৎকারে পরী বলেছেন, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।’
পরীর ছেলের সঙ্গে প্রায়ই সময় কাটান শেখ সাদী
দুজনকে নিয়ে যখন নানা গুঞ্জন ডালপালা মেলেছে, তখন পরীমনির ফেসবুক অ্যাকাউন্টে ভালোবাসার মানুষের সঙ্গে ছবি ভক্তদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। এই তারকা জুটি লুকিয়ে চুটিয়ে প্রেম করছেন, এমনটাও মন্তব্য করেছেন অনেকে।
ভারতীয় সুর চুরির অভিযোগে যা বললেন ‘ব্ল্যাকপিংক’ তারকা জেনি
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
জেনি কিম (বামে), আলিয়া ভাট (ডানে)
বিনোদন
বিখ্যাত কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংক-এর সদস্য জেনির নামে এলো বলিউড মিউজিক কপি করার অভিযোগ। ভক্তদের মধ্যে বিশ্ববিখ্যাত এই তারকাকে নিয়ে হচ্ছে তর্ক-বিতর্ক।
আসছে জেনির প্রথম একক অ্যালবাম ‘রুবি স্টুডিও অ্যালবাম’। সম্প্রতি সেই অ্যালবামের জেনির নতুন গান ‘লাইক জেনি’র একটি অংশ টিজারে প্রকাশ করা হয়। প্রকাশের পরই সমালোচনার মুখে পড়েন জেনি। নেটিজেনদের দাবি, এই গানটিতে বলিউড সিনেমার ‘রানি’ গানের সুর নকল করেছেন জেনি।
জেনির প্রথম একক অ্যালবামের একটি গান প্রকাশ পেয়েছে। ৭ মার্চ আসবে ২য় গান ‘লাইক জেনি’। এই গানের টিজার প্রকাশের পর ‘রানি’ অ্যান্থমের সঙ্গে শুরু হয় তুলনা। দুইটি গানের সুর প্রায় হুবহু একইরকম। জেনির গান প্রকাশের পরেই ভারতীয় ভক্তরা কমেন্ট সেকশনে জেনিকে নকল করার জন্য সমালোচনা করতে শুরু করে।
২০২৩ সালে প্রকাশ পায় ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি। করণ জোহরের প্রযোজনায় সিনেমায় অভিনয় করেন রণবীর সিং এবং আলিয়া ভাট। ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় আলিয়া ভাটের চরিত্রের নাম ছিল রানি। তার চরিত্রের থিম মিউজিক তৈরি করেছেন সঙ্গীতপরিচালক প্রিতম। সেই মিউজিক কপি করেছেন কোরিয়ান সঙ্গীতশিল্পী জেনি।
তবে অনেকে জেনির পক্ষেও কথা বলেছেন। তাদের মতে, দুটো গানে কোনো মিল নেই। রানি গানে ভারতীয় বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে, যা জেনির গানের সঙ্গে মিল নেই। কেবল মিল বলতে দু’টো গানের প্রবাহে নামের বারবার রিপিট হওয়াকে বলা যেতে পারে। তবে এতে গান চুরি করা হয়েছে- তা বলা চলে না।
বিনোদন জগতে একজনের কাজ থেকে অন্য কারো অনুপ্রাণিত হওয়া খুবই স্বাভাবিক। প্রিতমের নামেও এর আগে বহু গান নকল করার অভিযোগ ছিল ভক্ত-সমালোচকদের। তার বিখ্যাত গানের সঙ্গে কোরিয়ান মিউজিকের মিল খুঁজে পেয়েছেন অনেকে। এবার পাশা উল্টে তার গানের নকল হওয়ারই গুঞ্জন উঠলো। অনেক সময় এইরকম সুর চুরির ঘটনায় আদালত অবধি মামলা গড়ায়। আসলেই দু’টো গান কতটা মিল তা বোঝা যাবে ৭ মার্চ, ‘লাইক জেনি’ প্রকাশ পাওয়ার পর।