দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় প্রথমবার কলকাতায় এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
এদিন জয়া পরেছিলেন একটি অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। যা জয়ার জন্য এক্সক্লুসিভলি ডিজাইন করেছেন বাংলাদেশের স্বনামধন্য ডিজাইনার সানায়া চৌধুরী। টেনে বাধা চুল আর হালকা গয়নায় জয়ার গ্ল্যামার এতোটাই তিব্র হয়ে উঠেছে যে, তার দিক থেকে যেন চোখ ফেরানোই দায়!
ছবি: সংগৃহীত
ফিল্মফেয়ার গ্লামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড প্রথমবার জিতলেও এর আগে অভিনয়ের জন্য তিনি একাধিক ফিল্মফেয়ার জিতেছেন।
খুব ছোটবেলায় ঈদের আগে নিউমার্কেট থেকে আর্ট পেপার কিনে নিজ হাতে কার্ড বানাতেন দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রাখা সংগীত তারকা আঁখি আলমগীর।
ভাই-বোন বা বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা হতো, কার তৈরি কার্ড সবচেয়ে বেশি সুন্দর হয়। দেশের ভেতর আত্মীয়-স্বজন, বন্ধুরা পেতো সেই কার্ড। কখনো আবার দেশের বাইরে থাকা আত্মীয়-স্বজনদেরও সেই কার্ড পাঠানো হতো।
আঁখি আলমগীর বলেন, ‘আমি এখনো দেশের বাইরে গেলে কার্ডের দোকানে যাই। কার্ড কিনি। প্রিয়জনদের জন্য বা হয়তো নিজের জন্য কার্ড কিনে দেশে ফিরে ড্রয়ারে রেখে দেই। এটি আমার অন্য ধরনের ভালো লাগার একটি বিষয়’।
ঈদের বিশেষ আয়োজনে সংগীত তারকা আঁখি আলমগীর
আঁখি আলমগীর আরও জানালেন, একসময় প্রিয়জনকে চিঠি লিখতেন। লেখার প্যাডে পারফিউম ছড়িয়ে চিঠি লেখার ‘নিনজা টেকনিক’ও নাকি আবিষ্কার করেছিলেন তিনি।
আঁখি আলমগীরের গানের প্রতি ভালোবাসা, জীবনবোধ ও কাজের প্রতি ডেডিকেশন বরাবরই প্রশংসা পায় সংগীত জগতে। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘একবার বাংলা নববর্ষে একই দিনে ৩টি শো’তে বিরতিহীনভাবে গান করার অভিজ্ঞতাও রয়েছে। বেশ কয়েকবার ঢাকার বাইরে থেকে শো করে জ্যাম ঠেলে ঢাকায় আরেকটি শো ধরার রেকর্ডও রয়েছে।’
অভিনয় ও সংগীত-দুই শাখাতে একমাত্র শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী আঁখি আলমগীর বলেছেন, আইন বিষয়ে পড়াশোনার মাঝেই ছেদ পড়েছিল। তবে সুযোগ পেলে নতুন করে পড়াশোনা শেষ করে আইনজীবী পরিচয়েও নিজেকে পরখ করে নিতে চান, মানুষের পাশে দাঁড়াতে চান।
রাঙা সকাল’-এর ঈদের বিশেষ আয়োজন
মাছরাঙা টেলিভিশনের প্রতিদিন সকালের নিয়মিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদের বিশেষ আয়োজনে এসে সংগীতশিল্পী আঁখি আলমগীর এই গল্পসহ আরও অনেক ঘটনার কথা জানিয়েছেন দর্শকের উদ্দেশ্যে। রুম্মান রশীদ খান ও লাবণ্য’র সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন সকাল ৭টা থেকে ৯টায়।
বিশ্ববিখ্যাত গায়িকা সেলেনা গোমেজ ও তার বাগদত্তা বেনি ব্লাঙ্কো
বিনোদন
মাস কয়েক ধরেই ব্যস্ত সময় পার করছেন বিশ্ববিখ্যাত মার্কিন গায়িকা সেলেনা গোমেজ ও তার বাগদত্তা বেনি ব্লাঙ্কো। দিচ্ছেন একের পর এক সুসংবাদ। গত ডিসেম্বরে তারা বাগদান সম্পন্নের ঘোষণা দিয়েছিলেন। এবার প্রকাশ পেতে যাচ্ছে তাদের নতুন অ্যালবাম। শিরোনাম ‘আই সেইড আই লাভ ইউ ফার্স্ট’। অ্যালবামটির গানে গানে মূলত এই তারকাযুগলের ভালোবাসার গল্প উঠে এসেছে।
অস্কারে মনোনয়নপ্রাপ্ত মিউজিক্যাল ফিল্ম ‘এমিলিয়া পেরেজ’র পর নতুন অ্যালবামের মাধ্যমেই সংগীতাঙ্গনে ফিরছেন সেলেনা। এটি প্রকাশ পাবে আগামী ২১ মার্চ।
গায়িকা সেলেনা গোমেজ ও তার বাগদত্তা বেনি ব্লাঙ্কো
ইতিমধ্যে নতুন অ্যালবামের ‘সানসেট বলিভার্ড’ শিরোনামের একটি গানও প্রকাশ্যে এসেছে। এটির নামকরণ করা হয়েছে লস অ্যাঞ্জেলেসের সেই রাস্তার নামানুসারে, যেখানে এই দম্পতি তাদের প্রথম ডেট করেছিলেন।
এমনকি সানসেট বলিভার্ড’র মুক্তি উদযাপন করতে সেখানকার পরিচিত একটি রেস্তোরাঁয় ছুটে গিয়েছিলেন গোমেজ ও ব্লাঙ্কো, যেখানে তারা প্রথমবার একসঙ্গে খাবার খেয়েছিলেন। ফলে অ্যালবামটি যে এই তারকা জুটির প্রেমের গল্প উদযাপনেরই এক উপলক্ষ্য, সেটা ধারণা করা যায়।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতেও বলা হয়েছে, ‘এটিতে (অ্যালবামে) তাদের দেখা হওয়ার আগে, প্রেমে পড়ার আগে এবং ভবিষ্যতে কী হবে—সেসব বর্ণনা করা হয়েছে।’
গায়িকা সেলেনা গোমেজ ও তার বাগদত্তা বেনি ব্লাঙ্কো
ভক্তরা অবশ্য এখনও জানতে আগ্রহী যে, এই তারকাযুগলের কে প্রথম বলেছিলেন ‘আমি তোমাকে ভালোবাসি’?
প্রসঙ্গত, ২০১৯ সালে ‘সেইম ওল্ড লাভ’ ও ‘আই কান্ট গেট এনাফ’ গান দুটিতে একসঙ্গে কাজ করেছিলেন সেলেনা ও বেনি ব্লাঙ্কো। ২০২৩ সালে সম্পর্কে থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন তারা। তারপর গত বছরের শেষদিকে সেরেছেন বাগদান।
আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় একটি রোমান্টিক গানে জুটি বেঁধে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম।
রোমান্টিক এই গানের কথা লিখেছেন সাদাত হোসাইন, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। সিনেমাটির আবহ সংগীতও করছেন তিনি।
মাশা ইসলাম
গানটি প্রসঙ্গে মাশা ইসলাম বলেন, ‘অনেকটা হুট করেই গানটিতে আমার কণ্ঠ দেওয়া হয়। আমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তাহসান ভাইয়া। রোমান্টিক, বেশ সুন্দর একটা গান। আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে গানটির সুর। আমার কাছে মনে হয়েছে, গানটা কমপ্লিমেন্ট করেছে তাহসান ভাইয়া আর আমার কণ্ঠটা।’এর আগেও তাহসানের সঙ্গে প্লেব্যাক করেছেন ‘টেকা পাখি’খ্যাত এই শিল্পী।
‘মায়াশালিক’ ওয়েব ফিল্মে ‘বলা হয় না’ গানটিতে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন মাশা।
জেফার রহমান
এ ছাড়া ‘দাগি’ সিনেমাতে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন ‘ঝুমকা’খ্যাত গায়িকা জেফার রহমান। সেই গানটির সুর ও সংগীতায়োজন করেন সাজিদ সরকার।
অ্যাকশন, ড্রামা ও রোমান্সের মিশেলে ‘দাগি’ দিয়ে ঈদুল ফিতরে দুই বছর পর বড় পর্দায় ফিরবেন আফরান নিশো। এতে আরো অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, মনোজ প্রামাণিক, রাশেদ মামুন অপু, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।
‘দাগি’ দিয়ে ঈদুল ফিতরে দুই বছর পর বড় পর্দায় ফিরবেন আফরান নিশো
কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন
বিনোদন
কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন মারা গেছেন। গতকাল ফ্রান্সের এক হাসপাতালে ৪৩ বছর বয়সী অভিনেত্রীর মৃত্যু হয়।
২০২৩ সালে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি বিরল ক্যানসারে আক্রান্ত। শেষ হলো ক্যানসারের সঙ্গে তার দুই বছরের লড়াই। বার্তা সংস্থা এএফপিকে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এমিলির পরিবার ও এজেন্ট।
১৯৯৯ সালে ‘রোসেত্তা’ সিনেমার জন্য কানে পুরস্কার হন এমিলি, রাতারাতি পান তারকাখ্যাতি। দারদেন ভ্রাতৃদ্বয়ের নির্মিত সিনেমাটি কানে স্বর্ণপামও জেতে। এরপর ইউরোপের বিভিন্ন ভাষার সিনেমা করেছেন এমিলি, বেশির ভাগই ফরাসি। তার অন্য আলোচিত সিনেমার মধ্যে আছে ‘দ্য গার্ল অব দ্য ট্রেন’, ‘আওয়ার চিলড্রেন’ ইত্যাদি।
কানে পুরস্কার পাওয়ার পর দারদেন ভ্রাতৃদ্বয়ের সঙ্গে এমিলি দ্যকেন
গত বছর কান উৎসবে হাজির হয়েছিলেন এমিলি। ২০২৪ সাল ছিল কানে তার পুরস্কার পাওয়ার ২৫তম বার্ষিকীও। এ ছাড়া উৎসবে তিনি ডিজাস্টার সিনেমা ‘সারভাইভার’-এর প্রচারেও অংশ নেন। এটাই ছিল প্রকাশ্যে তার সর্বশেষ উপস্থিতি। এর পর থেকেই তার অসুস্থতার মাত্র বাড়তে থাকে, চলাফেরার সক্ষমতা হারিয়ে ফেলেন।
২০২৩ সালে এমিলি অভিনীত সর্বশেষ সিনেমা ‘মিস্টার ব্লেক অ্যাট ইয়োর সার্ভিস’ মুক্তি পায়।