ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডও এবার জয়ার ঝুলিতে

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় প্রথমবার কলকাতায় এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

এদিন জয়া পরেছিলেন একটি অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। যা জয়ার জন্য এক্সক্লুসিভলি ডিজাইন করেছেন বাংলাদেশের স্বনামধন্য ডিজাইনার সানায়া চৌধুরী। টেনে বাধা চুল আর হালকা গয়নায় জয়ার গ্ল্যামার এতোটাই তিব্র হয়ে উঠেছে যে, তার দিক থেকে যেন চোখ ফেরানোই দায়!

ছবি: সংগৃহীত

ফিল্মফেয়ার গ্লামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড প্রথমবার জিতলেও এর আগে অভিনয়ের জন্য তিনি একাধিক ফিল্মফেয়ার জিতেছেন।

বিজ্ঞাপন