বিচ্ছেদের পরেও বিজয়কে ভুলতে পারছেন না তামান্না!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা

তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা

দু’বছর প্রেমের সম্পর্কে থাকার পরে বিচ্ছেদের পথে হেঁটেছেন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। বিচ্ছেদ নিয়ে নিজেরা মুখ খোলেননি ঠিকই, কিন্তু বি টাউনে তাদের ঘনিষ্ঠ সূত্রেরাই সিলমোহর দিয়েছেন এই জল্পনায়। শোনা গিয়েছে, তামান্না নাকি বিয়ের পরিকল্পনা করছিলেন। কিন্তু প্রস্তুত ছিলেন না বিজয়। তাই নাকি সম্পর্কে ভাঙন! কিন্তু সত্যিই তামান্না-বিজয়ের গিয়েছে যে দিন, তা কি একেবারেই গিয়েছে? সম্প্রতি এক অনুষ্ঠানে তামান্নার সাজ দেখে এই প্রশ্নই তুলছেন তার অনুরাগীরা।

তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা

গতকাল রাতে রাভিনা টন্ডনের কন্যা রাশা থাডানির জন্মদিনে উপস্থিত ছিলেন তামান্না। অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের চাপা পোশাক। তার উপরে চাপিয়ে নিয়েছিলেন সাদা-কালো স্ট্রাইপের জ্যাকেট। গলায় পরেছিলেন হিরের হার। তমন্নার এই সাজ দেখেই তার অনুরাগীদের মনে পড়ে গিয়েছে বিজয়ের কথা। একই রকমের একটি জ্যাকেট পরতে দেখা গিয়েছিল বিজয়কেও। সেই জ্যাকেট পরে তামান্নার সঙ্গেই একটি ছবি তুলেছিলেন অভিনেতা। সেই জ্যাকেট পরেই কি জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন তামান্না?

বিজ্ঞাপন
বিজয় ভার্মা

তামান্না ও বিজয়ের রসায়নে মুগ্ধ ছিলেন অনেকেই। যে কোনও অনুষ্ঠানে তামান্নাকে আগলে রাখতেন বিজয়। তমন্না যখন ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দিতেন, তখন দাঁড়িয়ে অপেক্ষা করতেন বিজয়। তাই তাদের বিচ্ছেদ এখনও মেনে নিতে পারছেন না অনুরাগীরা। তারা মনে করছেন বিজয়ের স্মৃতি ভুলতে পারছেন না বলেই এই জ্যাকেট পরেছেন তমন্না। সমাজমাধ্যমে তামান্নার একনিষ্ঠ এক অনুরাগীর কথায়, ‘এটা বিজয়ের কোট। প্রাক্তন প্রেমিকের কোট পরেই চলে এসেছেন তামান্না।’

তামান্না ভাটিয়া

সম্পর্ক ভাঙলেও পরস্পরের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সমাজমাধ্যমে পরস্পরকে অনুসরণও করছেন। সম্প্রতি একটি হোলি পার্টিতে একত্রে দেখা গিয়েছে তাদের।

বিজ্ঞাপন