৪৩ বছরেই চলে গেলেন কান পুরস্কারজয়ী অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন

কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন

কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন মারা গেছেন। গতকাল ফ্রান্সের এক হাসপাতালে ৪৩ বছর বয়সী অভিনেত্রীর মৃত্যু হয়।

২০২৩ সালে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি বিরল ক্যানসারে আক্রান্ত। শেষ হলো ক্যানসারের সঙ্গে তার দুই বছরের লড়াই। বার্তা সংস্থা এএফপিকে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এমিলির পরিবার ও এজেন্ট।

বিজ্ঞাপন

১৯৯৯ সালে ‘রোসেত্তা’ সিনেমার জন্য কানে পুরস্কার হন এমিলি, রাতারাতি পান তারকাখ্যাতি। দারদেন ভ্রাতৃদ্বয়ের নির্মিত সিনেমাটি কানে স্বর্ণপামও জেতে। এরপর ইউরোপের বিভিন্ন ভাষার সিনেমা করেছেন এমিলি, বেশির ভাগই ফরাসি। তার অন্য আলোচিত সিনেমার মধ্যে আছে ‘দ্য গার্ল অব দ্য ট্রেন’, ‘আওয়ার চিলড্রেন’ ইত্যাদি।

কানে পুরস্কার পাওয়ার পর দারদেন ভ্রাতৃদ্বয়ের সঙ্গে এমিলি দ্যকেন

গত বছর কান উৎসবে হাজির হয়েছিলেন এমিলি। ২০২৪ সাল ছিল কানে তার পুরস্কার পাওয়ার ২৫তম বার্ষিকীও। এ ছাড়া উৎসবে তিনি ডিজাস্টার সিনেমা ‘সারভাইভার’-এর প্রচারেও অংশ নেন। এটাই ছিল প্রকাশ্যে তার সর্বশেষ উপস্থিতি। এর পর থেকেই তার অসুস্থতার মাত্র বাড়তে থাকে, চলাফেরার সক্ষমতা হারিয়ে ফেলেন।

বিজ্ঞাপন

২০২৩ সালে এমিলি অভিনীত সর্বশেষ সিনেমা ‘মিস্টার ব্লেক অ্যাট ইয়োর সার্ভিস’ মুক্তি পায়।