যার কনসার্টকে ঘিরে দর্শকদের উৎসব নামে সেই রকস্টার জেমস এবার যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন। আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে ‘চ্যাপ্টার টু : জেমস লাইভ ইন ডালাস’—শীর্ষক এক কনসার্টে অংশ নেবেন তিনি।
জানা গেছে, আয়োজনের বিশালতায় বাংলাদেশি কোনো ব্যান্ড ও সংগীত তারকার জন্য এটি নতুন ইতিহাস হতে যাচ্ছে। আর সেই ইতিহাসের অংশ হতে পারেন নগরবাউল।
বিজ্ঞাপন
রকস্টার জেমস
ইতোমধ্যে অনলাইনে কনসার্টটির টিকিট বিক্রি শুরু হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেন্যুটিকে আটটি ধাপে ভাগ করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এখানে সর্বনিম্ন ৪৯ থেকে সর্বোচ্চ ১৫০ ডলার পর্যন্ত মূল্যের টিকিট পাওয়া যাবে। বর্তমানে আর্লি বার্ড টিকিটের ওপর বিশেষ ছাড় চলছে, যা পাওয়া যাচ্ছে ticketfuse.com-এ।
কনসার্টের আয়োজকদের একজন সাজ্জাদুল ইসলাম গণমাধ্যমে বলেন, ডালাসে এর আগে এত বড় ভেন্যুতে কোনো বাংলাদেশি ব্যান্ড পারফর্ম করেনি। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক আয়োজন হতে যাচ্ছে।
বিজ্ঞাপন
রকস্টার জেমস
এবার নগর বাউল ব্যান্ডসংগীতে যারা থাকছেন ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল), আহসান এলাহি ফ্যান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার), তালুকদার সাব্বির (বেজ গিটার)।
এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে ১০টি কনসার্টে গাওয়ার কথা ছিল নগরবাউলের।
রকস্টার জেমস
কিন্তু দলটির জনপ্রিয়তা এতই বেশি যে যুক্তরাষ্ট্র প্রবাসীদের আগ্রহে ২৫টি শোতে পারফর্ম করতে হয়েছিল জেমস ও তার দলকে। এবারের সফরেও এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।ৃ
রোজা রাখার কারণে পানিশূন্যতা, হাসপাতাল ছাড়লেন এ আর রাহমান
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
অস্কারজয়ী শিল্পী এ আর রাহমান
বিনোদন
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আজ হাসপাতালে ভর্তি হতে হয় অস্কারজয়ী শিল্পী এ আর রাহমানকে। সকালে বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে চলে তার চিকিৎসা। এখন এই শিল্পী আছেন সুস্থ, ফিরেছেন বাড়িতে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় এ আর রাহমানকে। এরপর ইসিজি, ইকোকার্ডিওগ্রামসহ বেশ কিছু পরীক্ষা করানো হয়। ডাক্তারদের বিশেষজ্ঞ একটি দল এ আর রহমানকে দেখেছেন। চিকিৎসকদের ভাষ্য মতে, রোজা রাখার কারণে পানিশূন্যতা তৈরি হয়েছে এই শিল্পীর। সবশেষ আপডেট অনুযায়ী এ আর রহমান এখন ভালো আছেন। ধীরে ধীরে আরও সুস্থ হয়ে উঠছেন।
অস্কারজয়ী শিল্পী এ আর রাহমান
চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অ্যাপোলো হাসপাতালের সিইও এনডিটিভিকে বলেন, ‘এ আর রহমান সম্পূর্ণরূপে সুস্থ আছেন। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’
খুব ছোটবেলায় বাবাকে হারান এ আর রাহমান। এরপর জীবিকার সন্ধানে কাজে নামতে হয় তাকে। মাত্র ১১ বছর বয়সে দক্ষিণ ভারতীয় সিনেমার বিভিন্ন সুরকারের সঙ্গে বাজাতে শুরু করেন রহমান। ২৩ বছর বয়সে সপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ আর রাহমান। তার নাম ছিল দিলীপ কুমার।
অস্কারজয়ী শিল্পী এ আর রাহমান
একরামুলের স্ত্রী মুখ খোলার পর ‘আমলনামা’ নিয়ে রাফীর ভাষ্য
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
ওয়েব ফিল্ম ‘আমলনামা’র পোস্টার ও নির্মাতা রায়হান রাফী
বিনোদন
চরকিতে ওয়েব ফিল্ম ‘আমলনামা’ মুক্তির পর শুরু হয়েছে নতুন গুঞ্জন। অনেকেই বলছেন, ২০১৮ সালে র্যাবের ক্রসফায়ারে নিহত টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হকের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।
বিষয়টি দৃষ্টি এড়ায়নি একরামুলের পরিবারেরও। এ নিয়ে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন বলেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন একরামুলের স্ত্রী আয়েশা বেগম। ‘আমলনামা’র সূত্র ধরে রায়হান রাফীর বিরুদ্ধে অভিযোগ আনলেন তিনি।
আয়েশা বেগম আজ (১৬ মার্চ) সকালে ফেসবুকে তার স্বামী একরামুল হকের বিষয়টি তুলে ধরে বলেন, ‘পরিচালক রায়হান রাফী একটি কাল্পনিক মুভি বানিয়েছে, এই মুভিতে রায়হান রাফী নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটি কোন সত্যি ঘটনার সাথে মিল নেই, তিনি তার মন মতো করে কাল্পনিকভাবে এই মুভিটি বানিয়েছেন। আর আপনারা আজ এই মুভি দেখে আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন। আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করতেছেন, আমার স্বামী কোন প্রকার মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে। আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ্য করিতেছেন।’
ওয়েব ফিল্ম ‘আমলনামা’র দৃশ্যে কামরুজ্জামান কামু ও তমা মির্জা
তিনি রায়হান রাফীর উদ্দেশে আরও বলেন, ‘রায়হান রাফী যদি বলে যে এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো। আর আমি রায়হান রাফীকে বলবো এই মুভিটি একরামুল হকের আসল ঘটনার সাথে কোন মিল নেই এই কথাটা সবার সামনে বলার জন্য অনুরোধ করছি।’
পোস্টে তিনি আরও বলেন, ‘প্রথম আলো (সংবাদপত্র) এই ঘটনাকে একরামুল হকের আসল ঘটনা বলে প্রচার করেছেন, এই মুহূর্তে আমাকে ও আমার দুই মেয়েকে জাতির সামনে অপমান, লজ্জিত ও দোষারোপ করতেছেন। আর পুরো জাতি জানে আমার স্বামী কোনোরকম মাদকদ্রব্য ও অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন না। সে মাদকের বিরোধিতা করেছিল তাই খুনিরা আমার স্বামীকে অন্যায়ভাবে ও নাটকীয়ভাবে হত্যা করে। আর আমি প্রথম আলোকে বলব তারা যা প্রচার করেছে তা ভুলবশত করেছেন, আর যদি তারা তা স্বীকার না করে তাহলে আমি ও আমার দুই মেয়ে মিলে প্রথম আলোর বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। আর আমি প্রথম আলোকে অনুরোধ করছি যে, অতিশীঘ্রই এই ঘটনা একরামুল হকের ঘটনার সাথে কোন মিল নেই, এই কথাটি সবার সামনে বলার জন্য।’
ওয়েব ফিল্ম ‘আমলনামা’র দৃশ্যে গাজী রাকায়েত
এদিকে, আয়েশা বেগমের পোস্টটি নজর এড়ায়নি রায়হান রাফীরও। নির্মাতা তার বক্তব্য তুলে ধরে একটু আগেই এক ফেসবুক পোস্টে বলেন, ‘‘আমলনামা’ কোন নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ নয়, এটা সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি ‘আমলনামা’ অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন। প্রত্যেক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই সিনেমা।’’
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ রোডের নোয়াখালীপাড়ায় মাদকবিরোধী অভিযানে র্যাবের ক্রসফায়ারে নিহত হন তিন বারের কাউন্সিলর, আওয়ামী লীগের সদস্য ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল। ওই বছরের ৩১ মে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে আয়েশা এ হত্যাকাণ্ডকে ঠান্ডা মাথায় হত্যা উল্লেখ করে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
ওয়েব ফিল্ম ‘আমলনামা’র পোস্টারে সারিকা, জাহিদ হাসান, কামরুজ্জামান কামু ও তমা মির্জা
ক্রসফায়ারের সময় তার সেলফোনে রেকর্ডকৃত কথোপকথনের অডিও ক্লিপ তিনি সাংবাদিকদের দিয়েছিলেন। একটি রেকর্ডে, বন্দুকের ট্রিগার টানার শব্দ শোনা যায়। তারপর গুলির শব্দ। এরপর একজন মানুষের গোঙানির আওয়াজ। র্যাবের ক্রসফায়ারে টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনাটি ২০১৮ সালে ব্যাপক আলোচনায় ছিল।
জনপ্রিয় নায়িকা পরীমনি কাজ নিয়ে যেমন চর্চায় থাকেন, তেমন তার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে মূলত তার ঠোঁটকাটা স্বভাবের জন্য আলোচনা-সমালোচনা দুই ই হয়। নায়িকা নিজেও সমানতালে অ্যাক্টিভ থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদেরও বরাবরই সরব দেখা যায় কমেন্টবক্সে।
রাজ-পরী / ছবি: সংগৃহীত
আবারও তেমনভাবে আলোচনায় এলেন পরীমনি। তার এক ইঙ্গিতপূর্ণ পোস্ট আগুনের মতো ভাইরাল হচ্ছে। পরী পোস্ট করে লিখেছেন, ‘আজ এখন যাকে নিয়ে তোমার সুখ খুঁজে পাচ্ছো। দেখো, সে যেন তোমার দুঃখের কারণ না হয়। সোনা!’
ভক্তদের ধারণা, সাবেক স্বামী শরীফুল রাজকে খোঁচা মেরেই এই পোস্ট করেছেন তিনি। এই পোস্টের কমেন্টে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, ‘পরী রাজকে ভুলতে না পেরে এমন পোস্ট করেছে।’ আরেকজনের মন্তব্য করেছেন, ‘রাজকে মিস করে কষ্ট না পেয়ে, নিজে নিজেকে ভালোবাসুন।’
পরী মণি / ছবি: ফেসবুক
প্রসঙ্গত রাজ-পরীর বিচ্ছেদের আড়াই বছর চলেছে। ‘গুণিন’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে প্রণয় এবং সেই থেকে পরিণয় হয়েছিল সাবেক এই তারকা জুটির। ২০২১ সালের ১৭ অক্টোবর তাদের বিয়ে হয় এবং বছর দুই না গড়াতেই ২০২৩ সালের সেপ্টেম্বরে আলাদা হয়ে যান তারা। সংসারজীবনে একমাত্র পুত্র সন্তান পুণ্যের জন্ম হয়, যে এখন পরীর কাছেই আছে।
নানা সমালোচনার মধ্য দিয়ে বিচ্ছেদের হয় তাদের। অন্যান্য সহ অভিনেত্রীদের সঙ্গে রাজের নাম জুড়ে কাদা ছেটায় পরী। বিচ্ছেদের পর রাজকে ঘৃণা করার কথা প্রকাশ্যেই উল্লেখ করেন পরী, তবে বিবাহিত অবস্থায় রাজের প্রতি তার অগাধ ভালোবাসাও প্রকাশ পেত। ভক্তদের মতে, তাই হয়তো সন্তানের বাবাকে নিজের জীবন থেকে একেবারে মুছে ফেলতে পারছেন না পরী।
ছেলে পুণ্য এবং মেয়ের সাথে পরী / ছবি: ফেসবুক
বিচ্ছেদের পর এক কন্যা সন্তানকের দত্তক নিয়েছেন পরী। ছেলে মেয়েকে নিয়ে একাই থাকছেন নায়িকা। তবে বেশ কিছুদিন ধরে তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে বন্ধুত্বের রসায়নও ভক্তদের নজর এড়ায়নি।
ক্রাচে ভর করে হৃতিকের খুঁড়িয়ে হাঁটার দৃশ্য ভাইরাল
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
মুম্বাইয়ের রাস্তায় ক্রাচে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে
বিনোদন
মুম্বাইয়ের রাস্তায় ক্রাচে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে। তাকে এভাবে দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা।
জানা গেছে, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখার্জির শেষকৃত্যে শুক্রবার জুহুর পবনহংস শ্মশানে যোগ দিয়েছিলেন হৃতিক রোশন। পরনে ছিলো সাদামাটা পোশাক। চোখে রোদচশমা। হাতে ক্রাচ নিয়ে ধীরে ধীরে খুড়িয়ে হাঁটছেন অভিনেতা। সেই ক্যামেরাবন্দি দৃশ্য পাপারাজ্জিদের সুবাদে বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। যা দেখে উৎকণ্ঠায় রয়েছেন অনুরাগীরা।
মুম্বাইয়ের রাস্তায় ক্রাচে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে
কীভাবে এমন পরিস্থিতির শিকার হৃতিক? বলিউড সংবাদমাধ্যম বলছে, ‘ওয়ার ২’ ছবিতে অ্যাকশন দৃশ্যের মহড়া করতে গিয়ে বিপত্তি বাধে। হাঁটুতে মারাত্মক চোট পেয়েছেন বলিউডের ‘গ্রীক গড’। চিকিৎসকরা আপাতত শুটিং থেকে বিরতি নিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন হৃতিককে। হাঁটাচলা করাও বারণ তার।
হৃতিক রোশনের ম্যানেজার খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, ‘হাঁটুতে ভীষণ চোট পেয়েছেন অভিনেতা। শুটিং করতে গিয়ে নয়, বরং ‘ওয়ার ২’ ছবির অ্যাকশন দৃশ্যের মহড়া করতে গিয়ে এমনটা হয়েছে। চিকিৎসক আপাতত কিছু দিন বিশ্রামে থেকে তার পর শুটিংয়ে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তাকে।’
‘ওয়ার ২’ ছবিতে অ্যাকশন দৃশ্যের মহড়া করতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পেয়েছেন হৃতিক রোশন
প্রসঙ্গত, অয়ন মুখার্জি আপাতত হৃতিককে নিয়ে ‘ওয়ার ২’ ছবির পরিচালনায় ব্যস্ত। তার মাঝেই বাবাকে হারিয়েছেন। তাই শারীরিক পরিস্থিতি ঠিক না থাকলেও শুক্রবার পরিচালকের বাবার শেষকৃত্যে যোগ দিতে ছুটে গিয়েছিলেন হৃতিক রোশন।