‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানের দৃশ্যে সজল ও নুসরাত ফারিয়া
বিনোদন
ঈদে মুক্তিপ্রতিক্ষীত সিনেমাগুলোর প্রচারণা বেশ ভালোই চলছে। পোস্টার, টিজার, প্রকাশের মাধ্যমে সরগরম সামাজিক মাধ্যম। তবে সেসবের অধিকাংশ ক্ষেত্রেই দর্শক টানতে পুঁজি করা হয়েছে রক্তারক্তি, হানাহানি, হিংস্রতা। ভায়োলেন্সের এই ভিড়ে যেন দু-দণ্ড উৎসবের আমেজ ছড়াচ্ছে ‘জ্বীন-৩’ সিনেমার ‘কন্যা’ গানের পোস্টার ও টিজার।
‘জ্বীন ৩’ সিনেমার কন্যা গানের দৃশ্যে গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়া ও রোমান্টিক বয় সজল
মুক্তিপ্রতিক্ষীত এ গানের পোস্টারে রঙের ছড়াছড়ি। লাস্যময়ী নুসরাত ফারিয়া অঙ্গে জড়িয়েছেন সিঁদুর লাল শাড়ি। অন্যদিকে আব্দুন নূর সজল গায়ে চাপিয়েছেন সাদা পাঞ্জাবি ও চুন্দ্রি ওড়না। সঙ্গে রঙ বেরঙয়ের মুখোশ। সব মিলিয়ে পোস্টারজুড়ে উৎসবের আমেজ স্পষ্ট।
বিজ্ঞাপন
‘জ্বীন ৩’ সিনেমার কন্যা গানের দৃশ্যে সজল ও নুসরাত ফারিয়া
গানের টিজারেও রঙের আধিক্য দেখা গেছে। লাল, হলুদ, সাদায় যেন সৌন্দর্যের ঝাঁপি খুলেছেন সজল-ফারিয়া জুটি। পাশাপাশি গোনের তালে নাচ আর দৃশ্যায়নে উৎসবের ছাপ আরও জাঁকজমক করে তুলেছে।
‘জ্বীন ৩’ সিনেমার পোস্টার
গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর সংগীত ইমরানে। ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে আগামী ১৭ মার্চ সন্ধ্যা ৭টায় প্রকাশ পাবে গানটি।‘জ্বীন’ সিরিজের তৃতীয় সিনেমা ‘জ্বীন ৩’। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম কিস্তি ‘জ্বীন’। গেল বছর প্রেক্ষাগৃহে আসে ছবির দ্বিতীয় অধ্যায় ‘মোনা: জ্বীন-২’। এবার রোজার ঈদে আসছে ‘জ্বীন ৩’।
বিজ্ঞাপন
‘জ্বীন ৩’ ছবির প্রযোজক আব্দুল আজিজ ও ‘কন্যা’ গানের শিল্পী ইমরান মাহমুদুল-দিলশাদ নাহার কনা
শত বিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল মার্কেটে প্রবেশ করে যা বললেন শাকিব খান
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
শাকিব খান । ছবি: ফেসবুক
বিনোদন
শত বিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল মার্কেটে প্রবেশ করল বাংলাদেশ। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের হালাল মার্কেটে বাংলাদেশি স্কিন কেয়ার, কসমেটিকস পণ্যের বিশাল চাহিদা বাংলাদেশকে বহির্বিশ্বে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বেশ কিছু দেশে রপ্তানি আদেশ পাওয়ার পর এখন মধ্যপ্রাচ্যের দেশসহ আজারবাইজানে চলছে হালাল পণ্যের রপ্তানির কাজ। আগামী এপ্রিলে দুবাইয়ে অনুষ্ঠেয় দুবাই ডার্মায়ও বাংলাদেশি হালাল কসমেটিকস পণ্যের প্রদর্শন করা হবে। এই মেলায় বিশ্ব হালাল মার্কেটের বড় ধরনের শোডাউন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজ (১৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে বিশাল এই রপ্তানিবাজারে প্রবেশের ঘোষণা দেয়া হয়। রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এক তারকাবহুল আয়োজনের মাধ্যমে রিমার্কের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান সবার সামনে ঐতিহাসিক এই ঘোষণা দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেশসেরা ক্রিকেটার তাসকিন আহমেদ, সাব্বির রহমান, তানজিদ হাসান তামিম, অভিনেত্রী শবনম ফারিয়া, কেয়া পায়েল, রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন এবং রিমার্ক পরিবারের সদস্যরা।
শাকিব খান । ছবি: ফেসবুক
রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এতদিন এই খাতে বাংলাদেশের কোনো কোম্পানি না থাকলেও রিমার্ক এইচবি এবার তৈরি করল নতুন ইতিহাস। নকল-ভেজালে অতিষ্ট ক্রেতারা এখন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন। দেশে-বিদেশের বিপুল সংখ্যক মানুষ হালাল পণ্য পছন্দ করেন। আমরা উন্নতমানের হালাল পণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার চেষ্টা করে যাচ্ছি। যারা আমাদের পণ্য ব্যবহার করেছেন তারা বুঝেছেন এই পণ্যগুলো অতি উচ্চমানের। আমি মনে করি, এটাও আল্লাহর রহমত। কারণ, আপনারা দেখেছেন বিএসটিআই ৩৪টি পণ্যের পরীক্ষা করে দেখেছে আমদানিকৃত এসব পণ্যের অধিকাংশই ভেজাল ও নকল। সেখানে রিমার্ক-হারল্যান সাধারণ মানুষের স্বস্তির জায়গা নিশ্চিত করছে। রিমার্কের হাত ধরে বৈশ্বিক হালাল কসমেটিকস, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের শত বিলিয়ন ডলারের বাজারে প্রবেশ করল বাংলাদেশ। লিলি হালাল বিউটি সোপ ও অলিন হালাল লিপবামের মাধ্যমে সারা বিশ্বজুড়ে হালাল কসমেটিকস, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের বাজারে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে যাচ্ছে রিমার্ক।’
শাকিব খান বলেন, ‘এই অর্জন শুধু রিমার্কের নয়, এই অর্জন পুরো বাংলাদেশের। আমি শুরুতেই ধন্যবাদ দিতে চাই বিএসটিআই-কে, তাদের প্রত্যয়নের মাধ্যমেই আমরা পেয়েছিলাম হালাল সার্টিফিকেট আর তারই ধারাবাহিকতায় আজ আমরা বিশ্ব হালাল কসমেটিকস, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের বাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। হালাল পণ্যের ক্রমবর্ধমান বাজারে রিমার্কের হাত ধরে বাংলাদেশ শিগগির একটি শক্ত অবস্থান তুলে ধরে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
আজকের প্রোগ্রামে বক্তব্য রাখছেন শাকিব খান
এই শত বিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল মার্কেটে বাংলাদেশের প্রবেশ নিঃসন্দেহে গর্বের। মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ বিভিন্ন দেশের হালাল মার্কেটে বাংলাদেশি স্কিন কেয়ার, কসমেটিকস পণ্যের বিশাল চাহিদা বাংলাদেশকে বহির্বিশ্বে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বেশ কিছু দেশে রপ্তানি আদেশ পাওয়ার পর এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ আজারবাইজানে চলছে হালাল পণ্যের রপ্তানির কাজ।
সময়ের সঙ্গে সঙ্গে হালাল কসমেটিকস ব্যবহারের প্রবণতা বাড়ছে বিশ্বজুড়ে। নিরাপদ হওয়ায় শুধু মুসলিম নয়, অমুসলিমদের মধ্যেও এইসব পণ্য ব্যবহারের হার বাড়ছে। তারই পরিপ্রেক্ষিতে মুসলিম দেশগুলোর পাশাপাশি অমুসলিম দেশগুলোতেও হালাল কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের ব্যবহার ও চাহিদা দিন দিন বাড়ছে।
প্রাথমিকভাবে সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া ও আজারবাইজানে কার্যক্রম শুরু করতে যাচ্ছে রিমার্ক। প্রায় ৮ শতাংশ গ্রোথ রেটের এই সম্ভাবনাময় বাজারে রিমার্ক তার উদ্ভাবনী দক্ষতা ও কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে শিগগির তার কাজের পরিধি আরো বিভিন্ন দেশে বিস্তৃত করবে। প্রাথমিকভাবে লিলি ও অলিনের ৮টি ভিন্ন হালাল পণ্যের মাধ্যমে যাত্রা শুরু করতে যাচ্ছে রিমার্ক যা অচিরেই শতাধিক হালাল পণ্যের এক বিশাল সম্ভারে উন্নীত করা হবে।
শাকিব খান । ছবি: ফেসবুক
উল্লেখ্য, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে রিমার্ক এলএলসি ইউএসএ-এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি। নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অব লিভিং অনুযায়ী সবরকম সুযোগ-সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য। রিমার্কের সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মতো জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।
প্রথমবারের মতো ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব সমগ্র এশিয়ার চলচ্চিত্র নির্মাতাদের জন্য উন্মুক্ত! ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এর অংশ হিসেবে, ২০২৬-এর ১১-১৪ জানুয়ারি চার দিনব্যাপী এই অনলাইন ল্যাবটি ব্যক্তিগত পরামর্শ, শিল্পের সাথে পরিচিতি এবং আপনার প্রকল্পকে বাজারে ‘ফিল্মহাট’-এ তুলে ধরার সুযোগ প্রদান করে।
নির্বাচিত সেরা ১০টি প্রকল্প তাদের চিত্রনাট্যকে আরও উন্নত করার জন্য বিশেষজ্ঞ পরামর্শ পাবে। চূড়ান্ত দিনে অংশগ্রহণকারীরা তাদের প্রকল্পগুলি উপস্থাপন করবেন এবং একটি জুরি প্যানেল নগদ পুরষ্কার প্রদান করবে-
১ম পুরস্কার: ৫ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার: ৩ লক্ষ টাকা ও তৃতীয় পুরস্কার: ২ লক্ষ টাকা।
চিত্রনাট্য জমা দেওয়া শুরু হবে ১ এপ্রিল ২০২৫ তারিখে এবং জমা দেওয়ার লিঙ্কটি তখন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে পাওয়া যাবে। (https://www.dhakafilmfestival.org/)
প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে লগলাইন, সারসংক্ষেপ, পরিচালকের বক্তব্য, চিকিৎসা এবং পরিচালকের প্রোফাইল। নির্বাচিত অংশগ্রহণকারীদের ল্যাবের সামনে তাদের পূর্ণাঙ্গ চিত্রনাট্য তৈরি করার জন্য তিন মাস সময় থাকবে।
আপনার গল্পকে আরও পরিমার্জিত করার, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের এবং মর্যাদাপূর্ণ পুরষ্কারের জন্য প্রতিযোগিতা করার এটি আপনার সুযোগ। আপনার প্রকল্প জমা দেওয়ার জন্য প্রস্তুত হন এবং আপনার চিত্রনাট্যকে পরবর্তী স্তরে নিয়ে যান!
রোজা রাখার কারণে পানিশূন্যতা, হাসপাতাল ছাড়লেন এ আর রাহমান
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
অস্কারজয়ী শিল্পী এ আর রাহমান
বিনোদন
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আজ হাসপাতালে ভর্তি হতে হয় অস্কারজয়ী শিল্পী এ আর রাহমানকে। সকালে বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে চলে তার চিকিৎসা। এখন এই শিল্পী আছেন সুস্থ, ফিরেছেন বাড়িতে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় এ আর রাহমানকে। এরপর ইসিজি, ইকোকার্ডিওগ্রামসহ বেশ কিছু পরীক্ষা করানো হয়। ডাক্তারদের বিশেষজ্ঞ একটি দল এ আর রহমানকে দেখেছেন। চিকিৎসকদের ভাষ্য মতে, রোজা রাখার কারণে পানিশূন্যতা তৈরি হয়েছে এই শিল্পীর। সবশেষ আপডেট অনুযায়ী এ আর রহমান এখন ভালো আছেন। ধীরে ধীরে আরও সুস্থ হয়ে উঠছেন।
অস্কারজয়ী শিল্পী এ আর রাহমান
চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অ্যাপোলো হাসপাতালের সিইও এনডিটিভিকে বলেন, ‘এ আর রহমান সম্পূর্ণরূপে সুস্থ আছেন। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’
খুব ছোটবেলায় বাবাকে হারান এ আর রাহমান। এরপর জীবিকার সন্ধানে কাজে নামতে হয় তাকে। মাত্র ১১ বছর বয়সে দক্ষিণ ভারতীয় সিনেমার বিভিন্ন সুরকারের সঙ্গে বাজাতে শুরু করেন রহমান। ২৩ বছর বয়সে সপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ আর রাহমান। তার নাম ছিল দিলীপ কুমার।
একরামুলের স্ত্রী মুখ খোলার পর ‘আমলনামা’ নিয়ে রাফীর ভাষ্য
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
ওয়েব ফিল্ম ‘আমলনামা’র পোস্টার ও নির্মাতা রায়হান রাফী
বিনোদন
চরকিতে ওয়েব ফিল্ম ‘আমলনামা’ মুক্তির পর শুরু হয়েছে নতুন গুঞ্জন। অনেকেই বলছেন, ২০১৮ সালে র্যাবের ক্রসফায়ারে নিহত টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হকের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।
বিষয়টি দৃষ্টি এড়ায়নি একরামুলের পরিবারেরও। এ নিয়ে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন বলেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন একরামুলের স্ত্রী আয়েশা বেগম। ‘আমলনামা’র সূত্র ধরে রায়হান রাফীর বিরুদ্ধে অভিযোগ আনলেন তিনি।
আয়েশা বেগম আজ (১৬ মার্চ) সকালে ফেসবুকে তার স্বামী একরামুল হকের বিষয়টি তুলে ধরে বলেন, ‘পরিচালক রায়হান রাফী একটি কাল্পনিক মুভি বানিয়েছে, এই মুভিতে রায়হান রাফী নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটি কোন সত্যি ঘটনার সাথে মিল নেই, তিনি তার মন মতো করে কাল্পনিকভাবে এই মুভিটি বানিয়েছেন। আর আপনারা আজ এই মুভি দেখে আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন। আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করতেছেন, আমার স্বামী কোন প্রকার মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে। আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ্য করিতেছেন।’
ওয়েব ফিল্ম ‘আমলনামা’র দৃশ্যে কামরুজ্জামান কামু ও তমা মির্জা
তিনি রায়হান রাফীর উদ্দেশে আরও বলেন, ‘রায়হান রাফী যদি বলে যে এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো। আর আমি রায়হান রাফীকে বলবো এই মুভিটি একরামুল হকের আসল ঘটনার সাথে কোন মিল নেই এই কথাটা সবার সামনে বলার জন্য অনুরোধ করছি।’
পোস্টে তিনি আরও বলেন, ‘প্রথম আলো (সংবাদপত্র) এই ঘটনাকে একরামুল হকের আসল ঘটনা বলে প্রচার করেছেন, এই মুহূর্তে আমাকে ও আমার দুই মেয়েকে জাতির সামনে অপমান, লজ্জিত ও দোষারোপ করতেছেন। আর পুরো জাতি জানে আমার স্বামী কোনোরকম মাদকদ্রব্য ও অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন না। সে মাদকের বিরোধিতা করেছিল তাই খুনিরা আমার স্বামীকে অন্যায়ভাবে ও নাটকীয়ভাবে হত্যা করে। আর আমি প্রথম আলোকে বলব তারা যা প্রচার করেছে তা ভুলবশত করেছেন, আর যদি তারা তা স্বীকার না করে তাহলে আমি ও আমার দুই মেয়ে মিলে প্রথম আলোর বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। আর আমি প্রথম আলোকে অনুরোধ করছি যে, অতিশীঘ্রই এই ঘটনা একরামুল হকের ঘটনার সাথে কোন মিল নেই, এই কথাটি সবার সামনে বলার জন্য।’
ওয়েব ফিল্ম ‘আমলনামা’র দৃশ্যে গাজী রাকায়েত
এদিকে, আয়েশা বেগমের পোস্টটি নজর এড়ায়নি রায়হান রাফীরও। নির্মাতা তার বক্তব্য তুলে ধরে একটু আগেই এক ফেসবুক পোস্টে বলেন, ‘‘আমলনামা’ কোন নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ নয়, এটা সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি ‘আমলনামা’ অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন। প্রত্যেক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই সিনেমা।’’
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ রোডের নোয়াখালীপাড়ায় মাদকবিরোধী অভিযানে র্যাবের ক্রসফায়ারে নিহত হন তিন বারের কাউন্সিলর, আওয়ামী লীগের সদস্য ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল। ওই বছরের ৩১ মে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে আয়েশা এ হত্যাকাণ্ডকে ঠান্ডা মাথায় হত্যা উল্লেখ করে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
ক্রসফায়ারের সময় তার সেলফোনে রেকর্ডকৃত কথোপকথনের অডিও ক্লিপ তিনি সাংবাদিকদের দিয়েছিলেন। একটি রেকর্ডে, বন্দুকের ট্রিগার টানার শব্দ শোনা যায়। তারপর গুলির শব্দ। এরপর একজন মানুষের গোঙানির আওয়াজ। র্যাবের ক্রসফায়ারে টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনাটি ২০১৮ সালে ব্যাপক আলোচনায় ছিল।