‘জ্বীন ৩’র গানে উৎসবের আমেজ নিয়ে আসছেন সজল-ফারিয়া

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানের দৃশ্যে সজল ও নুসরাত ফারিয়া

‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানের দৃশ্যে সজল ও নুসরাত ফারিয়া

ঈদে মুক্তিপ্রতিক্ষীত সিনেমাগুলোর প্রচারণা বেশ ভালোই চলছে। পোস্টার, টিজার, প্রকাশের মাধ্যমে সরগরম সামাজিক মাধ্যম। তবে সেসবের অধিকাংশ ক্ষেত্রেই দর্শক টানতে পুঁজি করা হয়েছে রক্তারক্তি, হানাহানি, হিংস্রতা। ভায়োলেন্সের এই ভিড়ে যেন দু-দণ্ড উৎসবের আমেজ ছড়াচ্ছে ‘জ্বীন-৩’ সিনেমার ‘কন্যা’ গানের পোস্টার ও টিজার।

‘জ্বীন ৩’ সিনেমার কন্যা গানের দৃশ্যে গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়া ও রোমান্টিক বয় সজল

মুক্তিপ্রতিক্ষীত এ গানের পোস্টারে রঙের ছড়াছড়ি। লাস্যময়ী নুসরাত ফারিয়া অঙ্গে জড়িয়েছেন সিঁদুর লাল শাড়ি। অন্যদিকে আব্দুন নূর সজল গায়ে চাপিয়েছেন সাদা পাঞ্জাবি ও চুন্দ্রি ওড়না। সঙ্গে রঙ বেরঙয়ের মুখোশ। সব মিলিয়ে পোস্টারজুড়ে উৎসবের আমেজ স্পষ্ট।

বিজ্ঞাপন
‘জ্বীন ৩’ সিনেমার কন্যা গানের দৃশ্যে সজল ও নুসরাত ফারিয়া

গানের টিজারেও রঙের আধিক্য দেখা গেছে। লাল, হলুদ, সাদায় যেন সৌন্দর্যের ঝাঁপি খুলেছেন সজল-ফারিয়া জুটি। পাশাপাশি গোনের তালে নাচ আর দৃশ্যায়নে উৎসবের ছাপ আরও জাঁকজমক করে তুলেছে।

‘জ্বীন ৩’ সিনেমার পোস্টার

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর সংগীত ইমরানে। ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে আগামী ১৭ মার্চ সন্ধ্যা ৭টায় প্রকাশ পাবে গানটি।‘জ্বীন’ সিরিজের তৃতীয় সিনেমা ‘জ্বীন ৩’। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম কিস্তি ‘জ্বীন’। গেল বছর প্রেক্ষাগৃহে আসে ছবির দ্বিতীয় অধ্যায় ‘মোনা: জ্বীন-২’। এবার রোজার ঈদে আসছে ‘জ্বীন ৩’।

বিজ্ঞাপন
‘জ্বীন ৩’ ছবির প্রযোজক আব্দুল আজিজ ও ‘কন্যা’ গানের শিল্পী ইমরান মাহমুদুল-দিলশাদ নাহার কনা