জাতীয় নাগরিক পার্টি নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন

পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক করে তরুণদের গঠিত এই নতুন দলকে স্বাগত জানিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শোবিজ অঙ্গনের অনেককেও দেখা গেছে নতুন দলের প্রতি আস্থা রাখতে। এবার এনসিপি প্রসঙ্গে সরব হলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) অভিনন্দন জানিয়ে বলেন, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে জেনে তাদের অভিনন্দন ও স্বাগত জানাই। আমি বিশ্বাস করি, বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা অপরিসীম। আমি সবার মঙ্গল কামনা করছি এবং সেই সঙ্গে আশা করছি, এই নতুন দল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তারা গতানুগতিক রাজনীতির বাইরে জনগণের কল্যাণে কাজ করবে।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র নেতারা

তিনি আরো বলেন, আমি মনে করি বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলো যে রকমভাবে কাজ করছে সেভাবে কাজ করলেই শুধু হবে না। তাদের নতুন চিন্তা, নতুন জাগরণের মাধ্যমে বিশেষ করে জুলাই বিপ্লব ও ৫ আগস্টের চেতনাকে ধারণ করে দল পরিচালনা করতে হবে। যে স্বপ্ন, যে আশা-আকাঙ্ক্ষা মানুষ দেখেছিল জুলাইয়ের বিপ্লবের পরে সেই আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করে জাতির জন্য এবং পূরণ করার জন্য যেন সর্বাত্মক চেষ্টা করে।

বিজ্ঞাপন

নতুন দলের প্রতি আহ্বান জানিয়ে এই চিত্রনায়ক বলেন, মানুষ সমালোচনা করবে। তবে সেই সমালোচনাগুলোকে আপনারা সুন্দরভাবে গ্রহণ করবেন এবং তার মধ্য থেকে যদি আপনাদের জন্য উপকারী কিছু থাকে, সেটি অবশ্যই গ্রহণ করবেন।

নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

তিনি বলেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আপনাদের দল অগ্রগতি লাভ করুক। শুধু ক্ষমতায় যেতে হবে তা নয়। ক্ষমতার বাইরে থেকেও কিন্তু অনেক কিছু করা যায়। কাজেই দলের কাজ হলো মানুষের কথা চিন্তা করা ও তারা কী চায় তা প্রাধান্য দেওয়া। আশা করি সে কথা চিন্তা করে আপনারা আপনাদের দল পরিচালিত করবেন।

বিজ্ঞাপন

ক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলের নাম জাতীয় নাগরিক পার্টি, ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি, সংক্ষেপে এনসিপি। কয়েক দিন আগে থেকেই নতুন দলের নাম ও শীর্ষ পদগুলোতে কারা আসছেন, সেই খবর প্রকাশ হতে থাকে গণমাধ্যমে। আত্মপ্রকাশের সময় সেই তালিকা প্রায় অপরিবর্তিতই থাকে। আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়।