ট্র্যাব ক্রিটিক অ্যাওয়ার্ড পেলেন আসাদুজ্জামান সকাল

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

(ট্র্যাব) অ্যাওয়ার্ডস ২০২৫-এ ক্রিটিক অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন আসাদুজ্জামান সকাল

(ট্র্যাব) অ্যাওয়ার্ডস ২০২৫-এ ক্রিটিক অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন আসাদুজ্জামান সকাল

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ডস ২০২৫-এ ক্রিটিক অ্যাওয়ার্ড অর্জন করেছেন ‘রিকশা গার্ল’ ছবির নির্বাহী প্রযোজক আসাদুজ্জামান সকাল। কাহিনী বলার অনন্য দক্ষতা এবং সাংস্কৃতিক গভীরতা ফুটিয়ে তোলায় দর্শক ও সমালোচকদের মন ছুঁয়েছে এই সিনেমাটি। এতে অসাধারণ অবদান রাখায় আসাদুজ্জামান সকালকে এই স্বীকৃতি দেয়া হয়েছে।

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের এক তরুণী রিকশা চিত্রশিল্পীর সংগ্রাম ও সহনশীলতার গল্প। বাংলাদেশের জীবনযাত্রার বাস্তব চিত্র ও শক্তিশালী কাহিনী রূপায়নের জন্য সিনেমাটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নির্বাহী প্রযোজক হিসেবে, সকাল এই প্রেরণাদায়ক গল্পটি পর্দায় নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা অর্থপূর্ণ ও ইতিবাচক সিনেমা তৈরির প্রতি তার প্রতিশ্রুতি প্রদর্শন করে।

বিজ্ঞাপন
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ডস ২০২৫-এ ক্রিটিক অ্যাওয়ার্ড পেয়েছেন আসাদুজ্জামান সকাল

পুরস্কার গ্রহণের পর, আসাদুজ্জামান সকাল কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ট্র্যাব থেকে এই স্বীকৃতি পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি। ‘রিকশা গার্ল’ এমন একটি গল্প যা সাধারণ মানুষের হৃদয়-মনের প্রতিফলন, এবং আমি গর্বিত যে আমি এমন একটি প্রকল্পের অংশ হতে পেরেছি যা আমাদের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এই পুরস্কারটি শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো টিমের কঠোর পরিশ্রম ও আবেগের অর্জন।”

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত ট্র্যাব অ্যাওয়ার্ডস টেলিভিশন ও চলচ্চিত্র জগতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়। সৃজনশীল ব্যক্তি হিসেবে সকালের এই জয় বাংলাদেশি চলচ্চিত্রে তার প্রভাব আরও দৃঢ় করেছে।

বিজ্ঞাপন

‘হাফ স্টপ ডাউন’-এর একজন প্রযোজক হিসেবে সকাল চলচ্চিত্র শিল্পের প্রথাগত সীমা ছাড়িয়ে এমন গল্প তৈরি করে যাচ্ছেন যা প্রেরণা দেওয়ার পাশাপাশি শেখায় এবং বিনোদন দেয়। ‘রিকশাগার্ল’ সিনেমায় কাজ করার মাধ্যমে তিনি আরো একবার প্রমাণ করেছেন যে, একজন প্রযোজক হিসেবে বাংলাদেশি সিনেমাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে উন্নীত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

গত ৩০ জানুয়ারি ২০২৫-এ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (ট্র্যাব) পুরস্কার গ্রহণ করেন আসাদুজ্জামান সকাল

প্রসঙ্গত, এবারই প্রথম নয়, আসাদুজ্জামান সকাল সম্প্রতি দেশের আরও বেশকিছু গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। যারমধ্যে রয়েছে বাইফা সিজন থ্রি, বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (ট্র্যাব) পুরস্কার।