হৃত্বিক রোশন, কিম কার্দাশিয়ান, ইব্রাহিম ও সারা আলী খান, অনন্ত আম্বানি, জাহ্নবী ও রণবীর সিং
বিনোদন
সোশ্যাল মিডিয়া জুড়েই এখন শুধু অনন্ত আম্বানির বিয়ের ছবি। আজ অনুষ্ঠিত হয়ে গেলো এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ার পরবর্তী আশির্বাদ অনুষ্ঠান। এই বিয়ের অন্য অনুষ্ঠানগুলোর মতোই আজও চোখ ধাধানো সব সাজ পোশাকে হাজির হন হলিউড-বলিউডের তারকারা। ছবিতে দেখে নিন বর-কনে সহ অন্য তারকা অতিথিরা কে কেমনভাবে সেজেছিলেন-
আজ এভাবেই বউ সেজেছিলেন রাধিকা মার্চেন্টবরের সাজে অনন্ত আম্বানিহলিউডের অন্যতম আলোচিত তারকা কিম কার্দাশিয়ান ও তার বোন কোহলাবলিউড সুপারস্টার হৃত্বিক রোশনভারতের বিশ্ববিখ্যাত টেনিস তারকা সানিয়া মির্জানতুন প্রজন্মের বলিউড সুপারস্টার রণবীর সিংবিশ্বের অন্যতম সুন্দরী তারকা ঐশ্বরিয়া রাই ও তার কন্যা আরাধ্য বচ্চনভাই বোন একফ্রেমে- ইব্রাহিম আলী খান ও সারা আলী খানবলিউডের গ্ল্যামার গার্ল জ্যাকুলিন ফার্নান্দেজবলিউডের ড্যাশিং হিরো শাহেদ কাপুরশাহেদ কাপুরের সুন্দরী স্ত্রী মিরা রাজপুতবলিউডের নামকরা প্রযোজক ও পরিচালক করণ জোহরএ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুরজেনজি তারকা অনন্যা পান্ডেঅভিনেতা রিতেশ দেশমুখঅভিনেত্রী জেনেলিয়া ডি সুজাবলিউড অভিনেতা অর্জুন কাপুরদক্ষিণী সিনেমা ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়েনতুন প্রজন্মের অভিনেত্রী শর্বরীনব্বই দশকের সাড়া জাগানো নায়িকা সোনালী বেন্দ্রেগতকাল অনন্ত আম্বানির বিয়েতে অংশ নিতে মুম্বাই ফেরেন প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী হলিউড গায়ক নিক জোনাস। এই সাজ গতকালেরশাহরুখ খান ও গৌরী খান দম্পতি গতকাল এভাবে বিয়েতে অংশ নেনশাহরুখের ছেলে-মেয়ে সুহানা খান ও আরিয়ান খানের গতকালের সাজমেগাস্টার সালমান খানদুনিয়া কাপানো রেসলার ও হলিউড অভিনেতা জন সিনাবলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর ও আলিয়া ভাট (গতকালের ছবি)জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলবলিউডের লেডি সুপারস্টার দীপিকা পাড়ুকোনবলিউডের অন্যতম সুদর্শন কাপল কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রাদুই ভূবনের দুই বিখ্যাত তারকা- অভিনেতা মহেশ বাবু ও ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিদক্ষিণ ভারতীয় সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা ও তার নির্মাতা স্বামী গতকাল এভাবেই ধরা দেন আম্বানিদের বিয়েতেজাভেদ আখতার ও শাবানা আজমি দম্পতি এবং চিরসবুজ রেখাছেলে ও স্বামীকে নিয়ে ধাক ধাক গার্ল মাধুরী দিক্ষীতপ্রখ্যাত বলিউড অভিনেতা সঞ্জয় দত্তঅভিনেতা সুনীল শেঠী ও তার স্ত্রী, পুত্র, কন্যা ও জামাতাঅনন্ত আম্বানির বিয়ের দিন বলিউডের শীর্ষ অভিনেত্রী আলিয়া ভাটের এই সাজ সবাই তারুণ প্রশংসা করছেবলিউডের আবেদনময় অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে তার মা ও বোনএ সময়ের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যাননজনপ্রিয় চিত্রনায়ক বারুণ ধাওয়ানভারতের ন্যাশনাল ক্রাশ’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানার গতকালকের সাজফ্রেমবন্দী শ্বেতা বচ্চন ও তার কন্যা নব্যা নাভেলি নন্দাছোট ভাইয়ের বিয়েতে আম্বানি কন্যা ইষার শাড়ি লুক। আজ পরেছেন আরেক ধরনের পোশাকগতকাল অনন্ত’র বিয়েতে অংশ নিতে ছুটে আসেন হলিউডের ব্যস্ত তারকা কিম কার্দাশিয়ান। নিতা আম্বানি তাকে হাত ধরে নিয়ে আসেন ভেন্যুতেদেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া ও তার বিদেশি বরের সাজ নেটিজেনদের মন ভরিয়েছে। ভারতীয় পোশাকে নিজ জোনাসকে যেন রাজপুত্রের মতো লাগছেগতকাল ছোট ছেলে অন্তত’র বিয়ের মূল অনুষ্ঠানে এভাবে হাজির হন মুকেশ আম্বানি ও নিতা আম্বানি
হয়ে গেলো মেহজাবীনের গায়েহলুদ, ছবি তোলায় নিষেধাজ্ঞা
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
মেহজাবীন চৌধুরী । ছবি: ফেসবুক
বিনোদন
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন লাক্স তারকা মেহজাবীন চৌধুরী ও জনপ্রিয় পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব। তাদের এক যুগের প্রেম পূর্ণতা পাচ্ছে এবার। আজ রবিবার ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, মেহজাবীনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছেন পাঞ্জাবি-পায়জামা। সকাল ১১টা থেকে এই অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। চলেছে সন্ধ্যা পর্যন্ত। গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে আড়াই শ অতিথি আমন্ত্রিত ছিলেন।
আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী । ছবি: ফেসবুক
মেহজাবীন ও আদনানের ঘনিষ্ঠজনদের মধ্যে ইতিমধ্যে সেই আয়োজনে গেছেন নির্মাতা রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।
কিন্তু এখনো এই অনুষ্ঠানের একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়নি। কারণ হিসেবে এই আয়োজনে অংশ নেওয়া একাধিক তারকা ও পরিচালক জানালেন, ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি করেছে বর-কনে কর্তৃপক্ষ। আমন্ত্রিত অতিথিদের নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়।
মেহজাবীন চৌধুরী । ছবি: ফেসবুক
আজ সন্ধ্যার দিকে গায়েহলুদ অনুষ্ঠান শেষ হয়েছে। আগামীকাল সোমবার একই ভেন্যুতে মেহজাবীন ও আদনানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
জানা গেছে, মেহজাবীন নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের স্থিরচিত্র পোস্ট করবেন। এরপর অতিথিরা তাদের স্থিরচিত্র পোস্ট করার সুযোগ পাবেন। তার আগে কারো ছবি পোস্ট করার অনুমতি নেই।
প্রতারণার অভিযোগে করা মামলায় আলোচিত চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলসহ ছয়জনকে খালাস দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ মামলার দায় হতে তাদের খালাস প্রদান করেন।
খালাসপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন পোলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহানারা বেগম, ফাইন্যান্স পরিচালক মো. শরীফ হোসাইন, সহকারী ব্যবস্থাপক সাকিবুল ইসলাম, সিনিয়র মার্চেন্ডাইজার মো. মিলন ও বাজেট অ্যান্ড অডিটের হেড অব কস্ট শহিদুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, অনন্ত জলিলসহ ছয়জনের আজ আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল।
অনন্ত জলিল । ছবি: ফেসবুক
তবে মামলার বাদী শাফিল নাওয়াজ চৌধুরী দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে বলে মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সার্বিক বিবেচনায় মামলাটি প্রত্যাহার করে আসামিদের খালাস প্রদান করেন।
এর আগে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে এ মামলা হয়। পরে তদন্ত শেষে গত ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক তাপস চন্দ্র পন্ডিত দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
গত ৩০ ডিসেম্বর আদালত এই তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের হাজির হতে সমন জারি করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ১৭ অক্টোবর আসামিরা পলো কম্পোজিট কম্পানির নামে ব্যবসায়ী শাফিল নাওয়াজের কাছে গার্মেন্টস সম্পর্কিত কিছু কাজের জন্য অর্ডার দেন। এরপর শাফিল কাজ শুরু করে টাকা চান। অভিযুক্তরা কাজ চালিয়ে যেতে বলেন এবং এলসির মাধ্যমে টাকা দেবেন বলে জানান।
অনন্ত জলিল । ছবি: ফেসবুক
পরবর্তীতে তারা আরো বেশ কিছু কাজের অর্ডার দেন। একই বছরের মার্চ পর্যন্ত বাদী সবগুলো কাজ আসামিদের বুঝিয়ে দেন। গত বছরের ১৫ মার্চ টাকা পরিশোধের জন্য মার্কেন্টাইল ব্যাংকে অভিযুক্তরা শাফিলের নামে একটি এলসি করেন। শাফিল টাকার জন্য ব্যাংকে যোগাযোগ করলে এলসির কাগজপত্রে ত্রুটির জন্য টাকা ওঠাতে ব্যর্থ হন। শাফিল চুক্তি অনুযায়ী প্রায় ২৯ হাজার ২০০ ডলারের কাজ সম্পন্ন করলেও অনন্ত জলিলের মালিকানাধীন কম্পানি তখন পর্যন্ত এক টাকাও পরিশোধ করেনি।
গুরুতর জখম জনপ্রিয় বলিউড গায়ক গুরু রান্ধাওয়া। হাসপাতালে ভর্তি বিখ্যাত এই গায়ক। গানের পাশপাশি অভিনয় করছেন গুরু। এ বার সিনেমার সেটেই ঘটল দুর্ঘটনা। পরবর্তী ছবি ‘শওকিন সর্দার’-এর শুটিং করছিলেন। সেখানেই এক অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় আহত হন গুরু।
গুরু রান্ধাওয়া । ছবি: ফেসবুক
গলায় সার্ভিক্যাল কলার। মাথায় ব্যান্ডেজ, গালে রক্তের ছোপ, চোখেমুখে চোটের দাগ। হাসপাতালের বিছানায় শুয়ে হাসিমুখেই ক্যামেরায় পোজ় দিয়েছেন গুরু। গায়ক সমাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘‘আমার প্রথম স্টান্ট। আমার প্রথম চোট। তবে মনোবল অটুট। বিন্দুমাত্র নড়চড় হয়নি। ‘শওকিন সর্দার’ ছবির সেটের স্মৃতি। এই অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করা খুব কঠিন।”
গুরু রান্ধাওয়া । ছবি: ফেসবুক
হাসপাতালে শয্যাশায়ী গুরুকে দেখে উদ্বেগে তার অনুরাগীরা। গুরুর এই ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ম্রুণাল ঠাকুর, অনুপম খের, মিকা সিংহের মতো তারকারাও।
গুরু রান্ধাওয়া । ছবি: ফেসবুক
দিন কয়েক আগে মহাকুম্ভে গিয়ে স্নান সেরে এসেছেন। ফিরে শুটিং শুরু করতেই এই বিপত্তি। এই ছবিতে প্রেমের সঙ্গে ভরপুর অ্যাকশন করতে দেখা য়াবে গুরুকে। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী নিমৃত অহলুওয়ালিয়া। ছবিটি মুক্তি পাবে ২০২৬-এ।
গুরু রান্ধাওয়া । ছবি: ফেসবুক
গুরু রান্ধাওয়া একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে জনপ্রিয় তারকায় পরিণত হয়েছে। তার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম ‘হাই রেটেড গাবরু’, ‘লাগদি লাহোর দি’, ‘মেড ইন ইন্ডিয়া’, ‘পাটোলা’, ‘বান যা মেরি রানী’, ‘নাচ মেরি রানী’, ‘ড্যান্স মেরি রানী’, ‘ইশারে তেরে’, ‘স্লোলি স্লোলি’ ইত্যাদি।
গুরু রান্ধাওয়া । ছবি: ফেসবুক
কিছু দিন আগেই ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ নামের অনুষ্ঠান নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই অনুষ্ঠানে ভারতের বিখ্যাত ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া এক প্রতিযোগীকে বলেছিলেন, “তুমি কি তোমার বাকি জীবনটা তোমার বাবা-মাকে সঙ্গম করতে দেখবে? না কি নিজেও যোগ দিয়ে বিষয়টা স্থায়ীভাবে বন্ধ করবে?”
এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয় অনেক মানুষ। রণবীর ও কমেডিয়ান সময়ের বিরুদ্ধে একাধিক অভিযোগও দায়ের হয়। বেগতিক দেখে তড়িঘড়ি সমাজমাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চান রণবীর। সপক্ষে কোনও যুক্তি না দিয়েই তিনি ক্ষমাপ্রার্থী হয়েছিলেন। তাতেও রেহাই হয়নি। রণবীরের অনেক কষ্টে গড়া ক্যারিয়ার প্রায় হুমকির মুখে!
রণবীর ইলাহাবাদিয়া । ছবি: ফেসবুক
শুধু তাই নয়, আইনি জটিলতায়ও পড়তে হয়েছে তাকে। মাস কয়েক আগেই একটি পডকাস্টে রণবীর বলেন, ‘আমার রসবোধের জন্য জেলেও যেতে হতে পারে।’ রণবীরের পুরনো এই ভিডিও ফের ভাইরাল সমাজমাধ্যমে। যদিও সেই সময় মজার ছলেই কথাটা বলেছিলেন রণবীর, কিন্তু সেটাই যেন সত্যি হল প্রায় রণবীরের জীবনে। মুহূর্তের রসিকতার জন্য থানা, পুলিশ, আদালতের চক্কর কাটতে হল তাকে।
রণবীরের পর এবার একই বেকায়দায় পড়তে চলেছেন বিগবস ওটিটি জয়ী মুনাওয়ার ফারুকি! একের পর এক কৌতুকশিল্পীর বিরুদ্ধে অশালীনতা ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠছে ভারতে। ‘হফতা ওয়াসুলি’ নামের এক অনুষ্ঠানে মুনাওয়ারের যোগদানের পরে এই অনুষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এমনকি, এই অনুষ্ঠান যাতে অবিলম্বে নিষিদ্ধ করা হয়, সেই দাবিও উঠেছে।
মুনাওয়ার ফারুকি । ছবি: ফেসবুক
অভিযোগ, এই অনুষ্ঠান সংস্কৃতি ও মর্যাদাকে লঙ্ঘন করার সঙ্গে সমাজের ও নতুন প্রজন্মের মানসিকতা দূষিত করছে। আইনজীবী অমিতা সচদেব এই অভিযোগ এনেছেন। তবে এর আগে এই অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারির অভিযোগ আনে হিন্দু জনজাগ্রুতি সমিতি।
এক্স হ্যান্ডলে তারা একটি পোস্টে লেখে, “হফতা ওয়াসুলি’ নামের অনুষ্ঠানের উপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করতে হবে। মুনাওয়ার ফারুকি খুবই অশালীন কথা বলেছেন। একেবারেই মানুষের দেখার উপযুক্ত নয়। নৈতিক মর্যাদা ডুবিয়ে দেওয়ার মতো কথা বলেছেন।” তবে এই প্রথম নয়। এর আগেও মুনাওয়ারের বিরুদ্ধে অন্য ধর্মকে অবমাননার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে কারাদণ্ডও হয়েছিল তার।’’
মুনাওয়ার ফারুকি । ছবি: ফেসবুক