কবে, কোথায় মেহজাবীনের বিয়ে?

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নির্মাতা আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

নির্মাতা আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

দীর্ঘদিনের গুঞ্জনকে সত্যি করে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শোবিজে তার আর নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের সম্পর্ক কম আলোচনার জন্ম দেয়নি।

দীর্ঘসময় ধরেই মেহজাবীন ও রাজীবের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন চলছিলো মিডিয়ায়। অতীতে এ সম্পর্ককে দুজনেই গুঞ্জন বলে এড়িয়ে গেলেও দেশের বাইরে বিভিন্ন লোকেশনের রোমান্টিক মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই শেয়ার করতে দেখা যেত তাদের।

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব

কয়েক বছর আগে হঠাৎই গুঞ্জন ওঠে, কাউকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করেছেন মেহজাবীন ও রাজীব। সে বিয়েরই সামাজিক আনুষ্ঠানিকতা হতে চলেছে এবার, এমনও গুঞ্জন চলছে সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

তবে একটি বিশ্বস্ত সূত্র (মেহজাবীনের পারিবারিক বন্ধু) বলছে, লুকিয়ে বিয়ে করেননি মেহজাবীন। চলতি মাসেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ‘প্রিয় মালতি’র প্রযোজক ও নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে ভালোবাসার মাস ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।

নির্মাতা আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

জানা যায়, রাজধানীর অদূরে একটি রিসোর্টে রোববার (২৩ ফেব্রুয়ারি) হবে মেহজাবীনের গায়ে হলুদ। একই ভেন্যুতে পরদিন অর্থাৎ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বসবে বিয়ের আসর।

মেহজাবীনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, রাজীব ও মেহজাবীনের বিয়ে আরও আগেই হওয়ার কথা ছিল। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারিখ পেছানো হয়েছে।

এদিকে, গত ১৭ ফেব্রুয়ারি মেহজাবীন তার বিয়ের খবরটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন। তবে বিয়ের খবর স্বীকার করলেও তিনি ভেন্যু, তারিখ ও আয়োজন প্রসঙ্গটি এড়িয়ে যান।

বিজ্ঞাপন
নির্মাতা আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবীন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’।