নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে, সময় নিয়ে নয়: ইসি সানাউল্লাহ
-
-
|

ছবি: সংগৃহীত
সংস্কার কমিশনের বৈঠকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সময় নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ইসির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
বিগ্রেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমাদের নির্বাচন ব্যবস্থার ওপর আস্থার ঘাটতি আছে, সেটি ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ।
রোড ম্যাপের সঙ্গে সংস্কারের কাজও চলছে বলে জানিয়েছেন তিনি।
সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বড় ঘাটতি কী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে নির্বাচন ব্যবস্থর উপরে আস্থার ঘাটতি। সেটা ফিরিয়ে আনতে হবে।
আস্থা কিভাবে ফিরয়ে আনবেন- জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, এটা তো একটি সামষ্টিক বিষয়। এটা এখানে দাঁড়িয়ে এক লাইনে বলা সম্ভব না।
তিনি বলেন, সংস্কার কমিশনের সঙ্গে এটাই আমাদের প্রথম এবং একমাত্র বৈঠক না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কিছু তথ্য আদান-প্রদান করবো এবং আশা করি যে ওনারা সময় বের করে একাধিকবার আমাদের সঙ্গে বসার সুযোগ করে দেবেন। যাতে করে আমরাও উপকৃত হবো এবং আমাদের পক্ষে থেকেও তখন যদি আরও সুনির্দিষ্টভাবে কিছু বলার থাকে আমরা বলবো। একই সঙ্গে আমাদের অতীতের অভিজ্ঞতা নিয়েও কাজ করবো।
নির্বাচন কখন হওয়া উচিত এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কী-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় নিয়ে কোনো আলোচনা এখানে হয়নি। নির্বাচন কিভাবে হওয়া উচিত, নির্বাচন ভালো করার জন্য কি করা দরকার সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।
কমিশনের কাজের কোনো রোডম্যাপ করেছেন কী-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের বৈঠকে এ ধরনের কোনো আলোচনা ছিলো না। আমাদের উদ্দেশ্য ছিলো ভালো, সুষ্ঠু নির্বাচন সেটা যখনই হোক না কেন সেটা কিভাবে করা সম্ভব।
এর আগে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বে অন্য নির্বাচন কমিশনার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।