দিনভর আন্দোলনের পর ‘ট্রাক’ প্রতীক পেলেন মুহিব
-
-
|

ছবি: সংগৃহীত
দিনভর আন্দোলনের পর অবশেষে প্রতীক পেয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক রিট পিটিশনের প্রদত্ত আদেশ ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে প্রতীক বরাদ্দ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও রিটর্নিং অফিসার শেখ রাসেল হাসান।
প্রতীক বরাদ্দের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।
এর আগে, পদত্যাগ না করেই সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতীক বরাদ্দ নিয়ে বিপাকে পড়েন বিশ্বনাথের আলোচিত মেয়র মুহিবুর রহমান। তিনি উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেলেও প্রতীক পাচ্ছিলেন না। আর এই প্রতীক পাওয়ার জন্য তিনি সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ও বিশ্বনাথে মানববন্ধন করেন। প্রতীক না পাওয়া পর্যন্ত তিনি এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকিও প্রদান করেন।
বৃহস্পতিবার দিনভর প্রতীক বরাদ্দের দাবিতে আন্দোলন করেন স্বতন্ত্র প্রার্থী মেয়র মুহিবুর রহমান। ওইদিন সকালে হাইকোর্টের রায় মেনে নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দের দাবিতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে শতাধিক কর্মী-সমর্থকদের নিয়ে অবস্থান নেন তিনি।
পরে একই দাবিতে দুপুর আড়াইটার দিকে বিশ্বনাথে মানববন্ধন করেন মেয়র মুহিবুর রহমান। এসময় তিনি সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করার হুমকি দেন।
প্রসঙ্গত, মেয়র পদ থেকে পদত্যাগ না করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ৪ ডিসেম্বর মুহিবুরের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর পর তিনি নির্বাচন কমিশনে আপিল করলে ১৫ ডিসেম্বর তার আপিল না মঞ্জুর করা হয়। প্রার্থিতা ফিরে পেতে ১৭ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন তিনি। পরে বিচারপতি ইকবাল কবির ও বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের আদেশে প্রার্থিতা ফিরে পান মুহিবুর রহমান।