সিইসির সঙ্গে জাপান রাষ্ট্রদূতের বৈঠক দুপুরে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ইসির কর্মকর্তারা জানান, বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একাধিকবার সিইসির সঙ্গে বৈঠক করেছে জাপান রাষ্ট্রদূত। সর্বশেষ গত ১ জুন সিইসির সঙ্গে বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সাংবাদিকদের বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা কী পদক্ষেপ নিচ্ছেন সেগুলো জানতে চেয়েছি। পরে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে সিইসি জাপান রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন।

বিজ্ঞাপন