এবার আনসার-ভিডিপি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে ইসি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ে কর্মরত আনসার-ভিডিপি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন। আগামী শুক্রবার (১৫ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এই প্রশিক্ষণ শুরু হবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসির মহাপরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল বিভাগের পরিচালক এবং সকল জেলার জেলা কমান্ড্যান্টগণের দিনব্যাপী প্রশিক্ষণ আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) ঢাকায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট অনুষ্ঠিত হবে। ওই প্রশিক্ষণে প্রতি বিভাগ হতে ১ জন পরিচালক এবং প্রতি জেলা হতে ১ জন জেলা কমান্ড্যান্ট অংশগ্রহণ করবেন। সকাল ৯টায় প্রশিক্ষণ শুরু হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

বিজ্ঞাপন