আবারও কমল স্বর্ণের দাম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা তৃতীয় দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দুইদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কিছুটা কমানো হয়েছে। এ নিয়ে টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২,৬২৪ টাকা কমিয়ে ১ লাখ ৪৮,৩৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রবিবার থেকে এই দাম কার্যকর হবে। এর আগে গত ২৩ ও ২৭ ফেব্রুয়ারি স্বর্ণের দাম কমানো হয়। এর আগে টানা আট দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।

বিজ্ঞাপন

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,৬২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮,৩৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,৪৯৬ টাকা কমিয়ে ১ লাখ ৪১,৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,১৩৪ টাকা কমিয়ে ১ লাখ ২১,৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১,৮৩২ টাকা কমিয়ে ৯৯,৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১,৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন