বিকাশ-এ বিল পরিশোধের সচেতনতামূলক বিজ্ঞাপন নির্মাণ নুহাশের

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিকাশ-এ বিল পরিশোধের সচেতনতামূলক বিজ্ঞাপন নির্মাণ নুহাশের

বিকাশ-এ বিল পরিশোধের সচেতনতামূলক বিজ্ঞাপন নির্মাণ নুহাশের

ঘরে বসেই সবচেয়ে সহজে ও নিরাপদে বিদ্যুৎ সহ বিভিন্ন ইউটিলিটি সেবার বিল পরিশোধ করার পদ্ধতি সম্পর্কে জানাতে বাবার নাটকের জনপ্রিয় তিন চরিত্রকে নিয়ে বিকাশ এর বিজ্ঞাপন নির্মাণ করেছেন গুণী পরিচালক নুহাশ হুমায়ূন।

বিকাশ-এ দেখুন বিল আসলো কত, জমাও দিন সময়মতো-এই স্লোগানকে নিয়ে হুমায়ূন আহমেদের প্রিয় তিন অভিনেতা স্বাধীন খসরু, এজাজুল ইসলাম এবং ফারুক আহমেদ-এর মজার-মজার কর্মকাণ্ডে সিরিজ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পুত্র নুহাশ।

বিলের কাগজ হারিয়ে গেলে বা দেরিতে আসলে প্রায়শই নানা ঝক্কি-ঝামেলার সম্মুখীন হতে হয় গ্রাহকদের। সে সময়ে গ্রাহকদের নিশ্চিন্তে রাখতে পারে বিকাশ-এর ‘পে বিল’ সেবা। এমনই এক সচেতনতামূলক ও হাস্যরসে পরিপূর্ণ বিজ্ঞাপনচিত্রে আবারও দেখা মিললো জনপ্রিয় এই তিন অভিনেতার।

বিজ্ঞাপনটিতে দেখা যায় কুয়ায় ঝাঁপ দিতে চান ফারুক আহমেদ। এজাজুল ইসলাম কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, বিলের কাগজ কুয়ায় পড়ে যাওয়ায় বিল দিবেন কীভাবে এই ভেবে তিনি কুয়াতে ঝাঁপ দিবেন। এমন সময় তার ভাগ্নে স্বাধীন খসরু সমাধান হিসেবে নিয়ে আসেন বিকাশ অ্যাপ। তিনি জানান এখন বিকাশ-এ প্রয়োজনীয় তথ্য দিলেই মাসের বিল দেখা যায়। শুধু বিল পরিশোধই নয়, সঙ্গে বিল পরিশোধের প্রমাণ হিসেবে ডিজিটাল রিসিটও পাওয়া যায়।

বিজ্ঞাপন

পরবর্তীতে এই ত্রয়ী সিরিজের অংশ হিসেবে বিকাশ পে বিল-এর আরও কিছু বিজ্ঞাপন নিয়ে দর্শকের সামনে হাজির হবেন।

নতুন এই বিজ্ঞাপন নিয়ে নুহাশ হুমায়ূন বলেন, ‘বাবার অত্যন্ত প্রিয় এই তিন গুণী অভিনেতাকে একসঙ্গে ক্যামেরার সামনে নিয়ে আসতে পারাটা আনন্দের। ডিজিটাল লেনদেনে মানুষকে আগ্রহী করতে বিকাশ এর সঙ্গে সিরিজে এই ত্রয়ীকে নিয়ে পরবর্তীতে আরও কিছু বিজ্ঞাপন নির্মাণের পরিকল্পনা আছে আমাদের।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপনটি দেখা যাবে এই লিংকে- https://www.facebook.com/bkashlimited/videos/1204425487964847