শরীয়তপুরে প্রান্তিক গ্রাহকদের মাঝে বিনিয়োগ বিতরণ করেছে এসআইবিএল

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শরীয়তপুরে প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগ বিতরণ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক

শরীয়তপুরে প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগ বিতরণ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ২৫টি ব্যাংকের অংশগ্রহণে প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে লিড ব্যাংক হিসেবে প্রকাশ্য বিনিয়োগ বিতরণ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক সোহেলী আফরীন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এসএমই এন্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান সাদাত আহমাদ খান, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপপরিচালক রোকেয়া সুলতানা, এসআইবিএল খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোসলেহ উদ্দিন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, শরীয়তপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল গাফ্ফার মিয়া ও সাধারণ সম্পাদক অজয় কুমার সরকার, এসআইবিএল শরীয়তপুর শাখার ব্যবস্থাপক সরদার তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রান্তিক কৃষক, পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীগণ।