সিটি ব্যাংক-ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির মধ্যে চুক্তি

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সিটি ব্যাংক-নফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির মধ্যে চুক্তি

সিটি ব্যাংক-নফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির মধ্যে চুক্তি

সিটি ব্যাংক এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধার পরিধি সুবিস্তৃত করতে ইডকল-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, সিটি ব্যাংক ইডকলকে এখন থেকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেবে।

বিজ্ঞাপন

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ইডকল-এর কার্যনির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় সিটি ব্যাংকের হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি তাহ্সিন হক এবং ইডকল-এর ডেপুটি সিইও এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার এস এম মনিরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন