বিদেশ ভ্রমনকারীদের জন্য গ্রামীণফোনের বিশেষ অফার
-
-
|

ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
ছবি: সংগৃহীত
দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন 'অনলাইন এডিটরস অ্যালায়েন্স'র নতুন সদস্যদের সঙ্গে পরিচিতি এবং সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে এক বিশেষ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫টায় বসুন্ধরা সিটির ১৯ তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দৈনিক যুগান্তরের অনলাইন এডিটর মো. হাসান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বাংলানিউজ২৪.কমের এডিটর লুৎফর রহমান হিমেল এবং জাগো নিউজের অ্যাক্টিং এডিটর কে এম জিয়াউল হক, সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের অনলাইনে এডিটর মিজানুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভির হেড অব ডিজিটাল এম এ এইচ এম কবির আহমেদ এবং ডিবিসি নিউজের হেড অব মাল্টিমিডিয়া মো. কামরুল ইসলাম রুবেল।
এছাড়া সাংগঠনিক সম্পাদক দৈনিক কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ইত্তেফাকের হেড অব ডিজিটাল শরাফত হোসেন, অর্থ সম্পাদক দৈনিক আমাদের সময়ের হেড অব অনলাইন মো. মঈন উদ্দিন বকুল, অফিস সম্পাদক দীপ্ত টেলিভিশনের হেড অব অনলাইন মো. মাসউদ বিন আব্দুর রাজ্জাক এবং নির্বাহী সদস্য দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ ও বার্তা২৪.কমের অনলাইন ইনচার্জ মানসুরা খাতুন চামেলী উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সদস্যদের বিভিন্ন পরামর্শ নেওয়া হয়। সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে বিশেষ দিকনির্দেশনা দেন সভাপতি হাসান শরীফ।
এলায়েন্সের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েও সভায় আলোচনা হয়। এতে বক্তরা বলেন, যে কোনো সংগঠনই ব্যক্তির চেয়ে শক্তিশালী। ব্যক্তির চেয়ে সংগঠনের শক্তি বেশি। অনলাইন এডিটরস অ্যালায়েন্সও শক্তিশালী একটি ভূমিকা রাখতে চায়। দেশের গণমাধ্যমগুলোর বেশিরভাগই প্রাতিষ্ঠানিক কোনো রূপ পায়নি। সাংবাদিকদের চাকরিরও কোনো নিশ্চয়তা গত ৫৪ বছরে তৈরি হয়নি। ফলে ভঙ্গুর এক পেশা হিসেবে গণমাধ্যম ভূমিকা রাখছে এ দেশে। এলায়েন্স সাংবাদিকতা পেশাকে শক্ত ভিত্তি দিতেও কাজ করবে। পেশার লোকদের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি দেশ ও জাতিকে সঠিক তথ্য সেবা দিয়ে এগিয়ে নিতেও ভূমিকা রাখতে চায় এলায়েন্স। কারণ, দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে সঠিক তথ্যের অবাধ প্রবাহের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন: আরটিভির অনলাইন ইনচার্জ ও ডেপুটি চিফ নিউজ এডিটর বিপুল হাসান, এখন টেলিভিশনের ওয়েব অ্যান্ড কনটেন্ট ইনচার্জ আনিসুর সুমন, দৈনিক বাংলাদেশের খবরের হেড অব ডিজিটাল এডিশন হাসনাত কাদীর ইসলাম, দেশ টেলিভিশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান, প্রতিদিনের বাংলাদেশের ডিজিটাল ইনচার্জ এস এম আমানূর রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের অনলাইন ইনচার্জ শিয়াবুর রহমান শিহাব, ইউএনবির বাংলা বিভাগের ইনচার্জ আতাউর রহমান, চ্যানেল আইয়ের সিনিয়র বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামান, দৈনিক দেশ রূপান্তরের অনলাইন ও ডিজিটাল সম্পাদক এ কে এম মঞ্জুরুল হক, দৈনিক যুগান্তরের অনলাইন ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান, একুশে টিভির বার্তা সম্পাদক (অনলাইন) মো. রিয়াজ উদ্দীন, সময় টিভির অনলাইন ইনচার্জ ও বার্তা সম্পাদক সায়েদুল মাহমুদ, বাংলানিউজ২৪.কমের হেড অব মাল্টিমিডিয়া মৌসুমী সুলতানা, চ্যানেল ২৪-এর অনলাইন ইনচার্জ ও জয়েন্ট নিউজ এডিটর মাজহার খন্দকার এবং দৈনিক নয়া দিগন্তের হেড অব ডিজিটাল যুবরাজ ফয়সাল।
সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ট্রাম্পের সিদ্ধান্ত, আদালতে ভয়েস অব আমেরিকার কর্মীরা
জনপ্রিয় সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার সাংবাদিক, কর্মকর্তা ও ইউনিয়নসমূহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভয়েস অব আমেরিকাসহ একাধিক গণমাধ্যম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই প্রতিবাদে ভয়েস অব আমেরিকার কর্মীরা আদালতের শরণাপন্ন হয়েছে। তাঁদের অভিযোগ, এ সিদ্ধান্তের ফলে ট্রাম্প প্রশাসন মত প্রকাশের অধিকার হরণ করছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া, এর ভারপ্রাপ্ত পরিচালক ভিকটর মোরালেস, বিশেষ উপদেষ্টা কারি লেকের বিরুদ্ধে নিউইয়র্কের ফেডারেল কোর্টে মামলা করা হয়। ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার তহবিল থেকেই ভয়েস অব আমেরিকার অর্থায়ন করা হয়। এছাড়াও রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টি এবং রেডিও ফ্রি এশিয়াতেও অর্থায়ন করে ওই সংস্থা। ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগে এসব গণমাধ্যমও বন্ধ হয়ে যাবে।
ভয়েস অব আমেরিকার ১ হাজার ৩০০ কর্মীকে এরই মধ্যে ছুটিতে পাঠিয়েছে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া। মামলায় বলা হয় এ ধরণের পদক্ষেপ সম্পূর্ণরূপে বেআইনি। এ ব্যাপারে ওই সংস্থা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি প্রচারণার বিরুদ্ধে কাজ করার মাধ্যমে পরিচিতি পায় ভয়েস অব আমেরিকা। সারাবিশ্বেই এই গণমাধ্যম বেশি জনপ্রিয়। ৪০ টিরও বেশি ভাষায় অনলাইন, রেডিও ও টেলিভিশনে মানুষকে সেবা দিয়েছে এই গণমাধ্যম।
রেডিও ফ্রি এশিয়ার মুখপাত্র রোহিত মহাজন জানান, ওয়াশিংটন অফিসের প্রায় ৭৫ শতাংশ কর্মীর জন্য অবৈতনিক ছুটি কার্যকর হয়েছে। রেডিও ফ্রি এশিয়াও বিদেশে সংবাদ সংগ্রহে সংস্থাটিকে সহায়তা করা ব্যক্তিদের সঙ্গে ফ্রিল্যান্স চুক্তি বাতিল করার পদক্ষেপ নিয়েছে।
ভয়েস অব আমেরিকাসহ এসব সংবাদসংস্থার ব্যয় কমিয়ে আকার ছোট করে ফেলার নির্বাহী আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ উপদেষ্টা ধনকুবের ইলন মাস্ক ভয়েস অব আমেরিকা বন্ধের পক্ষে। এ বিষয়ে তিনি প্রচারও করেছেন।
ছবি: সংগৃহীত
বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড এবং গ্লোবাল টেক জায়ান্ট শাওমি, দেশের বাজারে নিয়ে এলো বহুল প্রতীক্ষিত নতুন দুটি স্মার্টফোন- শাওমি রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ‘সেলিব্রেটিং ঈদ উইথ মি’ আয়োজনের মাধ্যমে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী নতুন এই স্মার্টফোন দুটি উন্মোচন করেন। অনুষ্ঠানটিতে জিয়াউদ্দিন চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবং প্রযুক্তি খাতে শাওমির সর্বশেষ উদ্ভাবনগুলো প্রদর্শন করেন। সেই সাথে তিনি তাঁর বক্তব্যে শাওমি ফ্যানদের প্রতি কোম্পানিটির প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানটিতে স্মার্টফোন খাতে শাওমির অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার প্রদর্শিত করার পাশাপাশি কীভাবে স্মার্টফোন বাজারে শাওমি মানদন্ডের পরিমাপক হয়ে উঠেছে তা নিয়ে আলোচনা করা হয়। শাওমি পরিবারের সদস্য ছাড়াও আয়োজনটিতে বিভিন্ন প্রযুক্তিপ্রেমী, সাংবাদিক ও শাওমি ফ্যানরা অংশ নেন।
অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শাওমি গ্রাহকদের ‘ঈদ উইথ মি’ উদযাপনে নতুন দুটি ফোনের উন্মোচন বাড়তি মাত্রা যোগ করবে। অত্যাধুনিক ফিচার-সমৃদ্ধ নতুন ফোন দুটির মাধ্যমে শাওমি ফ্যানরা এই ঈদে আরও ভালোভাবে তাদের আনন্দময় মুহূর্ত ধারণ ও উপভোগ করে নিতে পারবেন বলেই আমরা মনে করি।” তিনি আরও বলেন, “শাওমি সবসময় গ্রাহকদের চাহিদানুযায়ী হাই কোয়ালিটির স্মার্টফোন বাজারে নিয়ে আসতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শাওমি রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫ বাজারে আনলো, যা অসাধারণ ক্যামেরা প্রযুক্তি, ইমার্সিভ ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সাথে দেবে দুর্দান্ত ইউজার এক্সপেরিয়েন্স”।
শাওমি রেডমি নোট ১৪ প্রো ডিভাইসটি শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করার পাশাপাশি ব্যাবহারকারীদের দেবে প্রিমিয়াম ক্যামেরা অভিজ্ঞতা। ডিভাইসটিতে আল্ট্রা-ক্লিয়ার ফটোগ্রাফির জন্য রয়েছে ২০০-মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং হাই রেজোলিউশন সেলফির জন্য রয়েছে ৩২-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির ক্যামেরায় অত্যাধুনিক এআই টুল ব্যবহার করে গ্রাহকরা চমৎকার সব নান্দনিক ছবি পেয়ে যাবেন সহজেই। আকর্ষণীয় ক্যামেরার পাশাপাশি স্মার্টফোনটির ৬.৬৭-ইঞ্চি অ্যামোলেড কার্ভড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের দেবে সুপার স্মুথ স্ক্রলিং ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
সার্বিক পারফরম্যান্স ও দক্ষতা বৃদ্ধি করতে শাওমি রেডমি নোট ১৪ প্রো-এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি-১০০ আল্ট্রা চিপসেট। শক্তিশালী এই চিপসেট গ্রাহকদের মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিং অভিজ্ঞতাকে করে তুলবে আরও দুর্দান্ত ও প্রাণবন্ত। এছাড়াও ডিভাইসটির অন্যতম আকর্ষণ এর শক্তিশালী ৫৫০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি, যার মাধ্যমে চমৎকার ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি রয়েছে মাত্র ৭২ মিনিটে ১০০% চার্জ হয়ে যাওয়ার সুবিধা।
ফোনকে স্ক্র্যাচমুক্ত রাখতে ও বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ ও ওয়েট টাচ টেকনোলজি। এছাড়া ধূলাবালি ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা পেতে এতে আছে আইপি ৬৪ রেটিং, যা দৈনন্দিক জীবনে স্মার্টফোন ব্যবহার আরো সহজ ও নিশ্চিন্ত করে তুলবে। মিডনাইট ব্ল্যাক, ওশ্যান ব্লু আর অরোরা পার্পল- এই তিনটি চমৎকার কালারে পাওয়া যাবে শাওমি রেডমি নোট ১৪ প্রো।
সাশ্রয়ের মধ্যে সেরা ফিচার ও কার্যকরী স্মার্টফোন অভিজ্ঞতা প্রদানে শাওমি রেডমি এ৫ অন্যতম। ডিভাইসটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, যার মাধ্যমে ফটোপ্রেমীরা পেয়ে যাবেন স্পষ্ট ও ডিটেইলড ছবি। এছাড়াও স্মার্টফোনটির ৬.৮৮-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের দেবে মসৃণ এবং ইমার্সিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ডিভাইসটির নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭২৫০। পাশাপাশি এর ৫২০০এমএএইচ ব্যাটারি ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং ক্যাপাসিটি ইউজারকে দেবে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ। মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি গোল্ড, লেক গ্রীন ও ওশ্যান ব্লু- এই চারটি আকর্ষণীয় কালারে পাওয়া যাবে শাওমি রেডমি এ৫।
শাওমি রেডমি নোট ১৪ প্রো স্মার্টফোনটি ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, মূল্য ২৯,৯৯৯ টাকা। অপরদিকে শাওমি রেডমি এ৫ স্মার্টফোনটি ৪জিবি+৬৪জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, মূল্য ১০,৯৯৯ টাকা।
স্মার্টফোন দুটি দেশব্যাপী শাওমির যেকোনো অনুমোদিত স্টোর থেকে কেনা যাবে।
ছবি: সংগৃহীত
বাংলাদেশের শীর্ষস্থানীয় তৃতীয় পক্ষের রক্ষণাবেক্ষণ (টিপিএম) এবং আইটি সার্ভিস ম্যানেজমেন্ট সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান সার্ভিসিং২৪ (www.servicing24.com) আইএসও ২০০০০:২০১৮ সার্টিফিকেশন অর্জন করেছে। এই সার্টিফিকেশন প্রতিষ্ঠানের আইটি পরিষেবা প্রদান, দক্ষতা এবং নির্ভরযোগ্যতার প্রতি প্রতিশ্রুতিকে তুলে ধরে।
সার্ভিসিং২৪ এর প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ নাসির ফিরোজ এবং সিওও মোঃ আশিকুর রহমান প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, কাওরান বাজার, ঢাকাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেটটি গ্রহন করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইও মোঃ নাসির ফিরোজ এ বিষয়ে বলেন, আইএসও ২০০০০:২০১৮ সার্টিফিকেশন অর্জন করা আমাদের জন্য একটি বিশাল মাইলফলক। এটি প্রমাণ করে যে আমরা বিশ্বমানের আইটি পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই সার্টিফিকেশন আমাদের বিশ্বাসযোগ্যতা আরও শক্তিশালী করবে এবং সর্বোচ্চ মান বজায় রাখতে সাহায্য করবে।
উল্লেখ্য, আইএসও ২০০০০:২০১৮ সার্টিফিকেশন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদন্ড, যা নিশ্চিত করে একটি প্রতিষ্ঠান সেবা প্রদানে সর্বোত্তম অনুশীলন গ্রহণ করছে, গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি করছে এবং পরিচালন দক্ষতা উন্নত করছে।