আসামে নাগরিকপঞ্জি নিয়ে কলকাতার পথে নামছেন মমতা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কলকাতা
  • |
  • Font increase
  • Font Decrease

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি: সংগৃহীত

আসামে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ঘোষণায় প্রথমে ৪১ লাখ ও শনিবার (৩১ আগস্ট) চূড়ান্ত তালিকায় ১৯ লাখের বেশি মানুষের নাম বাদ পড়ায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফের আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।

এনআরসি নিয়ে তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, বিজেপি আসামে বাঙালি খেদাও অভিযানে নেমেছে। তিনি বলেন, 'বাঙালির সঙ্গে গোর্খাদের তাড়াতে শুরু করেছে। এবারের চূড়ান্ত তালিকায় ১৯ লাখ নাগরিকের মধ্যে এক লাখ গোর্খার নামও বাদ পড়েছে। অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। বাঙালি ও গোর্খাদের আসাম থেকে তাড়াতে চাইছে।'

বিজ্ঞাপন

শনিবার তালিকা প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেস এর বিরোধিতায় সরব হয়েছে। ফলে জাতীয় নাগরিকপঞ্জির তালিকার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ব্লকে ব্লকে আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এছাড়া আলাদা করে প্রতিবাদ মিছিল হবে কলকাতা জেলায়। ১২ সেপ্টেম্বর মিছিল হবে উত্তর কলকাতার শ্যামবাজারে। সেখানে হাজির থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই তৃণমূল সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন