তীব্র গরমে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের মৃত্যু

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম |

মাঠে খেলোয়াড়দের মৃত্যু খুব একটা দেখা যায় না। তবে এমনই এক ঘটনা ঘটেছে আজ। ক্রিকেট মাঠে আচমকা মৃত্যুবরণ করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার জুনাইল জাফর খান। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ম্যাচ চলাকালীন তীব্র তাপপ্রবাহের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

গত এক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ চলছে দক্ষিণ অস্ট্রেলিয়ায়। তার মধ্যে ম্যাচ চলছিল ওল্ড কনকোর্ডিয়ান্স ও প্রিন্স আলফ্রেড ওল্ড কলেজিয়ান্সের। যেখানে তাপমাত্রা ছিল প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। ম্যাচ চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন ৪০ বছর বয়সী জাফর। দ্রুত চিকিৎসার ব্যবস্থাও করা হলেও তাকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

২০১৩ সালে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় আসেন জাফর। একটি প্রযুক্তি সংস্থায় কাজ করার ফাঁকে ক্রিকেট খেলতেন। তার মৃত্যুতে শোকপ্রকাশ করে ওল্ড কলেজিয়ান্সের পক্ষ থেকে বলা হয়েছে,‘ আমাদের ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কনকোর্ডিয়া কলেজের মাঠে ম্যাচ চলাকালীন তার দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু ঘটে। প্যারামেডিকসের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি আমাদের সমবেদনা রইল।’

অ্যাডিলডের ক্রিকেটের একটি সংস্থার নিয়ম অনুযায়ী, ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাচ আয়োজন করা যাবে না। এমনকি ৪০ ডিগ্রি তাপমাত্রাতেও বিশেষ কিছু শর্ত পালন করতে হয়। জাফরের মৃত্যুতে এই প্রশ্ন আবার উঠছে যে, উচ্চ তাপপ্রবাহের মধ্যে ম্যাচ খেলা কতটা যুক্তিযুক্ত।

এ সম্পর্কিত আরও খবর