২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের সুপার ক্লাসিকোর ম্যাচে আগামী ২৬ মার্চ মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। এমন উত্তেজনাপূর্ণ ম্যাচে চোটের কারণে আগেই বাদ পড়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। আর এবার আর্জেন্টাইন শিবিরে এল বড় ধাক্কা। চোটের কারণে লিওনেল মেসিকে মাঠের বাইরে রেখেই দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
ইন্টার মায়ামির হয়ে গতকাল সোমবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলার সময় পায়ের অ্যাডাক্টর পেশির ইনজুরিতে পড়েছেন মেসি। তবে গুরুতর কিছু নয়। লোয়ার গ্রেডের ইনজুরিতে ভুগছেন তিনি। অর্থাৎ চাইলেই ২৫ মার্চে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নামার ঝুঁকি নিতে পারতেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড। তবে ক্যারিয়ারের কথা এবং মেসির ওয়ার্কলোড বিবেচনায় তাকে আর রাখা হয়নি স্কোয়াডে।
কনমেবল প্রতিযোগিতায় খেলতে আর্জেন্টিনাকে এবার রীতিমতো সংগ্রাম করতে হবে। কেননা শুধু মেসি নয় ,চোটের হানায় আলবিসেলেস্তা শিবির থেকে ছিটকে পড়েছেন পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল ও জিওভানি লো সেলসোও। দিবালা ও মন্তিয়েল চোটে ভুগছেন। লো সেলসোর জায়গা হয়নি কৌশলগত কারণে।
নিজের চোট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেসি লিখেন,‘ আমি দুঃখিত যে জাতীয় দলের হয়ে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছি। আমি আসলেই খেলতে চেয়েছিলাম কিন্তু একটা ছোট ইনজুরি মানে আমাকে কিছুটা বিশ্রাম নিতেই হবে। তাই আমি থাকতে পারছি না। আমি বাকি সব ভক্তদের মতোই সমর্থন করে যাব। এগিয়ে চলো আর্জেন্টিনা।’
বিশ্বকাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের আস্থার প্রতীক ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পাচ্ছে না আলবিসেলেস্তারা। যেখানে আগামী শনিবার বাংলাদেশ সময় সকালে উরুগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে এবং ২৬ মার্চ বুধবার ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।