রাব্বির ঘূর্ণিতে পারটেক্সকে হারাল আবাহনী

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম |

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ বুধবার লো-স্কোরিং ম্যাচে মাহফুজুর রাব্বির ঘূর্ণিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। দারুণ এ জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষ দুইয়ে আছে দলটি।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার আবাহনীর মাহফুজুর রাব্বির বোলিংয়ের তোপে লন্ডভন্ড হয়ে যায় পারটেক্স শিবির। তাতে ৩৩.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০০ রানে থামে তারা। ১০১ রানের স্বল্প পুঁজি তাড়ায় মাত্র ১৪.৩ ওভারে জয়ের দেখা পায় আবাহনী।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করে পারটেক্স স্পোর্টিং ক্লাব। তবে বেশিক্ষণ সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। দলীয় ৬৫ রানে ২ উইকেট পড়ার পর ২২ গজে ব্যাটারদের আসা যাওয়ার ব্যস্ততা বাড়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনিংয়ে নামা জয়রাজ শেখ। অধিনায়ক সাব্বির রহমান করেন ২৩ রান। ১৩ রান যোগ করেন আদিল। শেষপর্যন্ত ১০ উইকেট হারিয়ে ১০০ রান তুলে তারা। আবাহনীর বাঁহাতি স্পিনার মাহফুজুর রাব্বি নিয়েছেন ৫ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও রাকিবুল হাসান।

জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় আবাহনী। ওপেনিংয়ে নামা পারভেজ ইমনের ফিফটি করা ৫৫ ও চারে নামা অলরাউন্ডার সৈকতের অপরাজিত ৩৭ রানে ভর করে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আবাহনী।

সংক্ষিপ্ত স্কোর-
পারটেক্স স্পোর্টিং ক্লাব : ৩৩.১ ওভারে ১০০/১০ (জয়রাজ ৩৬.সাব্বির ২৩; রাব্বি ১৮/৫)
আবাহনী লিমিটিড : ১৪.৩ ওভারে ১০১/২ (ইমন ৫৫,সৈকত ৩৭*; তানভির ৫১/২)
ফল: আবাহনী লিমিটিড ৮ উেইকেটে জয়ী।
ম্যাচসেরা : মাহফুজুর রাব্বি

এ সম্পর্কিত আরও খবর