ইয়ামালের জাদুকরী রাতে বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম |

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বেনফিকার বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে তাদের জয় হয়েছে ৪-১ ব্যবধানে।  

এই ম্যাচের মূল নায়ক ছিলেন ১৭ বছর বয়সী স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। এক গোল এবং এক অ্যাসিস্ট করে রেকর্ড গড়েছেন তিনি। একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে তিনি নাম লিখিয়েছেন ইতিহাসে, ভেঙে দিয়েছেন ব্রিল এমবোলোর ২০১৪ সালের রেকর্ড।  

ম্যাচের শুরু থেকেই বেনফিকার ওপর আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। ম্যাচের ১১ মিনিটেই লামিনে ইয়ামাল দেখালেন তার জাদু। বেনফিকার ডিফেন্স ভেদ করে দারুণ এক পাস বাড়ান তিনি, যেখানে ছিলেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সুযোগ কাজে লাগিয়ে বার্সাকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে।  

এরপর ম্যাচের ১৪ মিনিটে ইফতারের বিরতি পান ইয়ামাল। মুসলিম ধর্মাবলম্বী হওয়ায় রোজা রেখেই খেলতে নেমেছিলেন তিনি। সূর্যাস্তের পর ‘রামাদান ব্রেক’-এর সময় পানি খেয়ে ইফতার সম্পন্ন করেন। বেনফিকার দুই খেলোয়াড় ওরকুন কোচকু এবং কেরেম আর্তুগ্লুও একইভাবে ইফতার করেন।  

ইফতারের পর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ইয়ামাল আরও একবার আলো ছড়ান। বল নিয়ে প্রতিপক্ষ ডিফেন্সের দিকে এগিয়ে গিয়ে ডি-বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত বাঁকানো শটে গোল করেন তিনি। এই গোল শুধুই দলের জয় নিশ্চিত করেনি, বরং মৌসুমের অন্যতম সেরা গোলের তালিকায় জায়গা করে নিতে পারে।  

বার্সেলোনার হয়ে তৃতীয় গোলটি করেন ফ্রাঙ্কি ডি ইয়ং, যা দলের জয় নিশ্চিত করে। শেষ দিকে বেনফিকা সান্ত্বনার গোল পেলেও তাতে ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।  

এই জয়ে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পৌঁছানো প্রথম দল হয়েছে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ডর্টমুন্ড-লিল ম্যাচের জয়ী দল।  

এ সম্পর্কিত আরও খবর