দেশে ফিরেই উষ্ণ অভ্যর্থনা পেলেন চ্যাম্পিয়ন রোহিতরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-03-11 14:55:38

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে শিরোপা জয়ের উপলক্ষ্যে বিমানবন্দরে কোন সংবর্ধনার আয়োজন করা হয়নি বিসিসিআইয়ের পক্ষ থেকে। কারণ কদিন পর শুরু হতে যাচ্ছে দেশটির ঘরোয়া আসর আইপিএলের। সে কারণে উদযাপনে কোনো সময় ব্যয় করতে চাচ্ছে না বোর্ড। তবে দেশে ফিরে অনানুষ্ঠানিক উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন রোহিত শর্মারা।

শিরোপা জয়ের সুখস্মৃতি নিয়ে গতকাল নিজ শহর মুম্বাইয়ে ফিরেছে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত র্শমা। স্ত্রীকে নিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সেখানে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে দুর্দান্ত ফর্মে রাখার পেছনে বড় অবদান রেখেছেন রোহিত।

এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় দিল্লী বিমানবন্দরে পা রাখেন দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। সেখানে বিসিসিআই কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সেখানে অবশ্য সাংবাদিকরাও কথা বলতে চাইলেও কোনো মন্তব্য করতে রাজি হননি গম্ভীর। গত বছরের জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতকে প্রথমবারের মতো বড় কোনো আসরে শিরোপা জিতিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দলের অন্যান্য খেলোয়াড়রাও তাদের নিজ নিজ গন্তব্য পৌঁছানোর সময় নিজেদের ভক্ত অনুরাগীদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। বোর্ড নিজে না দিলেও বোর্ডকে অবশ্য ছাদ খেলা বাসের সংবর্ধনা দেওয়ার আবেদন জানিয়েছে রোহিত শর্মারা।

তবে সামনে আইপিএল থাকায় এখন সেই আবেদনে সাড়া দিচ্ছে না বিসিসিআই। আগামী ২২ মার্চ থেকে পর্দা উঠতে যাচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় ঘরোয়া আসরটির।

এ সম্পর্কিত আরও খবর