ফাইনালের আগে ভারতকে চোখ রাঙাচ্ছে তিন ‘অভিশাপ’

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-08 21:19:56

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে আগামীকাল মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই দল। ফাইনাল ম্যাচে ভারতকে এগিয়ে রাখছেন অনেকে। এগিয়ে রাখার অবশ্য কারণও আছে। আসরের একমাত্র অপরাজিত দল ভারত। গ্রুপ পর্বে এই নিউজিল্যান্ডকেই হারিয়েছিল তারা।

ব্যাটিং-বোলিং দুই ফরম্যাটেই সেরা পারফর্ম করছেন ভারতের ক্রিকেটাররা। আর তাছাড়া আসরের সবগুলো ম্যাচ ভারত এ মাঠেই খেলেছে। তাই মাঠের কন্ডিশনও পরিচিত তাদের কাছে। তাই দুবাইয়ের মাঠে ফাইনালে ভারত যে একটু এগিয়ে থাকবে তা বলাই যায়। তবে চিন্তার অবশ্য কারণ আছে। খেলাধুলা অনিশ্চয়তার বিষয়। এখানে নিজেদের দিনে সবচেয়ে দুর্বল দলও হারিয়ে দিতে পারে সব থেকে শক্তিশালী দলকে। তাছাড়া নিউজিল্যান্ডও কোনো দিক থেকে খুব একটা পিছিয়ে থাকা দল না।

তবে নিউজিল্যান্ডের শক্তিমত্তা ছাড়াও মাঠের বাইরের কিছু সমীকরণ আছে যা চোখ রাঙাচ্ছে ভারতীয় দলকে। যদিও বাইবের অলৌকিক ঘটনাকে বিবেচনায় নেয়া যায় না, তবুও কিছু লক্ষণ আছে যা ভারতীয় দলের হারকেই নির্দেশ করছে।

১/ নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে জয়ের দেখা না পাওয়া

ভারত ও নিউজিল্যান্ড এখনও পর্যন্ত দুইবার আইসিসি ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে দুই দল। যেখানে ভারত এক ম্যাচেও জিততে পারেনি নিউজিল্যান্ডের বিপক্ষে। তাই এবারও হারের বৃত্তে ঘুরপাক খাওয়ার সম্ভাবনা থেকেই যায়।

২. মোহাম্মদ শামির উপস্থিতি

আইসিসি ইভেন্টে মোহাম্মদ শামি ভারতের অন্যতম সেরা পারফর্মার। যে আসরেই খেলেছেন দলের হয়ে নিজের সেরাটা দিয়েছেন। কিন্তু শামি যেসব টুর্নামেন্টে ভারতের হয়ে খেলেছেন তার কোনোটাই জিততে পারেনি ভারত। ২০১৫,২০১৭,২০১৯ এবং ২০২৩ সালের আইসিসি ইভেন্টগুলোতে ভারতীয় দলে ছিলেন শামি। এর প্রতিটা আসরেই ব্যর্থ হয়েছে ভারত।

৩/ বরিবারের অভিশাপ

এবারের আসরের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে রবিবারে। ভারতের ক্রিকেট ইতিহাসের দিকে তাকালে,ভারত যেসব আইসিসি টুর্নামেন্টগুলোর ফাইনাল রবিবার খেলেছে,সেগুলোতে একবারও জয় পায়নি তারা। আইসিসি ইভেন্টে ২০০০,২০০৩,২০১৫,২০১৭,২০১৯ এবং ২০২৩ সালের প্রতিটি আইসিসি টুর্নামেন্টে ফাইনাল হয়েছে রবিবার। যেখানে একটিবার জয়ের দেখা পায়নি রোহিত শর্মার দল।

এ সম্পর্কিত আরও খবর