ফাইনালের আলো থাকবে যাদের দিকে

ক্রিকেট, খেলা

অমিত হাসান | 2025-03-08 19:07:39

ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আগামীকাল পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের। আসর জুড়ে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করা দুই দলের খেলোয়াড়রা ফাইনালে নিজেদের সেরাটা দিতে চাইবেন। ভারত চাইবে চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরের ফাইনাল হারের ক্ষত শুকাতে। আর নিউজিল্যান্ড চাইবে ২৫ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা উঁচিয়ে ধরতে।

আসরের শুরু থেকেই দুই দলের ক্রিকেটাররা সমান তালে ব্যাটে-বলে পারফর্ম করে গেছেন। নিজেদের জায়গা থেকে সকলেই সেরাটা দিয়েছেন। তবে ফাইনালকে ঘিরে বাড়তি নজর থাকবে কয়েকজনের উপর।

১/বিরাট কোহলি

আসরের শুরুটা ভালো হয়নি বিরাটের। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তুলে নিয়েছেন অপরাজিত সেঞ্চুরি। সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছেন ৮৪ রান। আসরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি এদিন ম্যাচের সব আলো কেড়ে নেওয়ার সক্ষমতা রাখেন।

২/ রাচিন বরীন্দ্র

আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কিউই এই ব্যাটার। মাত্র তিন ম্যাচ খেলে রাচিন ৭৫.৩৩ গড়ে রান করেছেন ২২৬। নামের পাশে আছে দুই সেঞ্চুরি।

৩/ শুভমান গিল

গিল অবশ্য আসরের শুরুটা ভালো করেছিলেন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ৪৬ রানের ইনিংস। তবে শেষ দুই ম্যাচে ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ওপেনার ব্যাটার। তবুও ফাইনালে তার দিকে বাড়তি নজর থাকবে ক্রিকেট-প্রেমীদের।

৫/ কেন উইলিয়ামসন

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন উইলিয়ামসন। তার আগের ম্যাচে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতে বিপক্ষে খেলেছেন্ ৮১ রানের ইনিংস। টুর্নামেন্টে শেষ দুই ম্যাচে রানে ফেরা উইলিয়ামসন ভারতের বিপক্ষেও একা হাতে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচ।

৬/ বরুণ চক্রবর্তী

আসরে বরুণ খেলেছেন মাত্র ২ ম্যাচ। তাতেই নিয়েছেন ৭ উইকেট। সেরা উইকেট শিকারির তালিকায় মাত্র দুই ম্যাচ খেলা রবুণ আছেন তিনে। কিউইদের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৫ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। আসরে তার বোলিং গড় মাত্র ১৩.০০।

৭/ম্যাট হেনরি

চোটের কারণে এখনও নিশ্চিত নয় ম্যাট হেনরির ফাইনালে খেলা। তবুও আসরের সর্বোচ্চ উইকেট নেওয়া এ পেসার ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। ৪ ম্যাচে ১০ উইকেট নেয়া কিউই এ পেসার আবারও জ্বলে উঠতে পারেন বল হাতে।

 

এ সম্পর্কিত আরও খবর