দীর্ঘ দুই যুগ পর আবারো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-নিউজিল্যান্ড। ২০০০ সালের সর্বশেষ দেখায় নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। এবার সেই হারের বদলা নিতে মোটেও ভুল করবে না রোহিত শর্মার নেতৃত্বাধীন পূর্নশক্তির ভারত। এমন ম্যাচে রোববার দুবাইয়ের আবহাওয়া কেমন থাকবে?- শেষমুহূর্তে এটাই নিয়ে চর্চা হচ্ছে ক্রিকেটাঙ্গনে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল রোববার বাংলাদেশ সময় বিকেল ৩ টায় মুখোমুখি হবে দুই দল। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে,রোববার সারা দিনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্থানীয় সময় দুপুর ১টা থেকে খেলা শুরু হওয়ার কথা। সেই সময় ৩৪ ডিগ্রি তাপমাত্রা থাকবে। অর্থাৎ বেশ গরম। তবে যত খেলা গড়াবে ততই তাপমাত্রা কমতে থাকবে।
খেলা শুরু হওয়ার সময় আকাশ পরিষ্কার থাকলেও দুপুর ৩টে থেকে আকাশে মেঘ জমার কথা রয়েছে। তার পর থেকে সারা দিনই আকাশে মেঘ থাকার কথা। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা।
এই ভেন্যুতে ২ মার্চ গ্রুপ-পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে নেমেছিল কিউইরা। সে ম্যাচে অবশ্য ৪৪ রানের বড় ব্যবধানে হারে মিচেল স্যান্টনাররা। আগামীকাল সে হারের বদলা নিতে মরিয়া হয়েই যে মাঠে তারা সেটা সহজেই অনুমেয়। তাদের জন্য ভালো খবর এটাই যে আইসিসি ইভেন্টে যতবারই তাদের বিপক্ষে মাঠে নেমেছে ভারত,ততবারই হেরেছে ম্যান ইন ব্লুরা। এবার অবশ্য সেটার ব্যতিক্রম ঘটতে পারে। কেননা আসরে টানা জয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করা ভারত দুর্দান্ত ফর্মে আছে ।