ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে গতকাল ব্রোঞ্জ নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে মেডেলের জন্য অপেক্ষা করতে হয়েছে একদিন। আজ ব্রোঞ্জ মেডেল গ্রহণ করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। এ নিয়ে দুই দশক পর এশিয়ান কাবাডিতে পদক জিতলো বাংলাদেশ। পুরস্কার বিতরণী মঞ্চে ব্রোঞ্জ মেডেলের পাশাপাশি ট্রফিও দেয়া হয় বাংলাদেশ দলকে।
এবারের আসরে ব্রোঞ্জ জেতার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে টানা চার বারের চ্যাম্পিয়ন ভারতের কাছে হারের পর, মালয়েশিয়া ও থাইল্যান্ডকে হারিয়ে সেমিতে ওঠে বাংলাদেশের মেয়েরা। সেমিতে ইরানের কাছে হেরে গেলেও কাবাডিতে বিজিত দলকেও দেওয়া হয় ব্রোঞ্জ পদক। তাই ইরানের বিপক্ষে হারার পরেও ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ।
এবারের আসরের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনাল ম্যাচে ভারত ৩৩-২৫ পয়েন্টে হারিয়েছে স্বাগতিক ইরানকে। চ্যাম্পিয়ন হয়ে ভারত স্বর্ণ ও রানার্স আপ ইরান রৌপ্য পদক জিতেছে।