বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের সূচি জানাল বিসিবি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-08 17:05:41

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। আগের আসরের সেমিফাইনালে খেলা টাইগাররা এবারের আসরে জয়ের দেখা পায়নি। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভেসে গেছে বৃষ্টিতে। আর তাতেই সান্ত্বনার এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সামনে রেখে সূচি প্রকাশ করেছে। যেখানে দুটি টেস্ট খেলবে দুই দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল। আর দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলা হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। এ ম্যাচটি শুরু হবে ২৮ এপ্রিল। ১৫ এপ্রিল জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসবে। আর ৩ মে দ্বিতীয় টেস্টের পর দেশ ছাড়বে তারা।

২০২০ সালে শেষবার বাংলাদেশে টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। সে ম্যাচে ১০৬ রান ও ইনিংস ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।

 সূচি:

তারিখ

সূচি

স্টেডিয়াম

১৫ এপ্রিল

জিম্বাবুয়ে দল আসবে

২০-২৪ এপ্রিল

প্রথম টেস্ট

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

২৮এপ্রিল-২ মে

দ্বিতীয় টেস্ট

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম,চট্টগ্রাম

৩ মে

জিম্বাবুয়ে দেশ ছাড়বে

এ সম্পর্কিত আরও খবর