শচীনকে ছুঁয়ে ফেললেন কোহলি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-04 20:52:28

ভারতীয় ক্রিকেটের ব্যাটিংস্তম্ভ বিরাট কোহলি। আধুনিক ক্রিকেট তো বটেই,সর্বকালের সেরাদের তালিকায় বিরাটের নামটা উপরের সারিতেই থাকবে।  কোহলি মাঠে নামলেই সমর্থকেরা হিসাব কষতে বসেন আজ কোন রেকর্ড ভাঙবেন কিং কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষেও কোহলি নিজের নাম লেখালেন তার আইডল শচীন টেন্ডুলকারের পাশেই।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার দেওয়া ২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। এ ম্যাচে কোহলি বিশ্বের দ্বিতীয় ও দ্রুততম ক্রিকেটার হিসেবে রান তাড়া করার ম্যাচে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। এ মাইলফলক ছুঁতে বিরাটের লেগেছে মাত্র ১৫৯ ইনিংস। তার স্বদেশী কিংবদন্তী শচীন রান তাড়া করার ম্যাচগুলোতে সর্বোচ্চ রানের মালিক। ২৩২ ইনিংসে ৮৭২০ রান নিয়ে শচীন আছেন সবার উপরে। আর ৬১১৫ রান নিয়ে রোহিত শর্মা আছেন তালিকার তিনে।

রান তাড়া করার ম্যাচগুলো অবশ্য সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কোহলি। ১৫৯ বার দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কোহলির সেঞ্চুরির সংখ্যা ২৮ টি। ওয়ানডেতে কোহলির মোট সেঞ্চুরি ৫১ টি। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরেই পাকিস্তানের বিপক্ষে নিজের ৫১ তম সেঞ্চুরি করার দিনে দ্রুততম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান করেছিলেন কোহলি।

এ সম্পর্কিত আরও খবর